১১:০৬ অপরাহ্ন, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
বর্ণাঢ্য আয়োজনে রামগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধির নাম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে রামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, সাবেক মেয়র বেলাল আহমেদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যা, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীসহ প্রমুখ।
এর আগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাসসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ, বিভিন্ন বেসরকারি ও ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
ট্যাগস :