০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

বাউফলে খাল দখল করে পাকা চুল্লি নির্মাণ

প্রতিনিধির নাম
পটুয়াখালীর বাউফলে খাল দখল করে পুইনঘর (মাটির পাত্র পোড়ানোর চুল্লি) নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
  কমল পাল (৪৫) নামের এ ব্যাক্তি   পৌরসভার ২নং ওয়ার্ডে (কাগজিরপুল ব্রিজ সংলগ্ন) পাকা চুল্লি নির্মাণ করছেন। চুল্লিটি নির্মাণ করা হলে ভোগান্তিতে পরবে উপজেলার কালাইয়া-বগা খালে চলাচল করা নৌকা ও ট্রলার। কমল পাল পৌরসভার ২নং ওয়ার্ডের কাগুজিরপুলের পালপাড়া এলাকার কানাই পালের ছেলে। গতকাল পৌর কর্তৃপক্ষ মৌখিক ভাবে ওই নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখাগেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের কাগুজিরপুল-মদনপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় খালের ভেতরে প্রায় ১০ফুট দখল করে মাটির পাত্র তৈরির পাকা চুল্লি নির্মাণ  করছেন কমল পাল। খালের তলদেশ থেকে ঢালাই করে রাস্তা সমান উচ্চতায় বেচ (গাইড ওয়াল) তৈরি করে মাটি দিয়ে ভরাট করছেন কিছু শ্রমিক। কমল পাল ওই কাজ করাচ্ছেন বলে জানান কর্তব্যরত শ্রমিক। স্থানীয় জাকির হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমি ক্রয় করেছেন বলেও জানান কমল।
এ ব্যপারে কমল পাল বলেন, আমি জমি একজনের কাছ থেকে ক্রয় করেছি। ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মান করছি। জমি মেপে নির্মাণ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাপ না দিয়ে অনুমানে ঘর নির্মাণ করছি। একটু অংশ সরকারি জায়গায় যেতে পারে বলেও জানান তিনি।
এব্যপারে পৌরসভার ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার লিখিত ভাবে তাকে স্থাপনা ভাঙ্গার নোটিশ দেয়া হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, অবৈধ খাল দখল করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
আপডেট : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
১২৩ বার পড়া হয়েছে

বাউফলে খাল দখল করে পাকা চুল্লি নির্মাণ

আপডেট : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
পটুয়াখালীর বাউফলে খাল দখল করে পুইনঘর (মাটির পাত্র পোড়ানোর চুল্লি) নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
  কমল পাল (৪৫) নামের এ ব্যাক্তি   পৌরসভার ২নং ওয়ার্ডে (কাগজিরপুল ব্রিজ সংলগ্ন) পাকা চুল্লি নির্মাণ করছেন। চুল্লিটি নির্মাণ করা হলে ভোগান্তিতে পরবে উপজেলার কালাইয়া-বগা খালে চলাচল করা নৌকা ও ট্রলার। কমল পাল পৌরসভার ২নং ওয়ার্ডের কাগুজিরপুলের পালপাড়া এলাকার কানাই পালের ছেলে। গতকাল পৌর কর্তৃপক্ষ মৌখিক ভাবে ওই নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখাগেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের কাগুজিরপুল-মদনপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় খালের ভেতরে প্রায় ১০ফুট দখল করে মাটির পাত্র তৈরির পাকা চুল্লি নির্মাণ  করছেন কমল পাল। খালের তলদেশ থেকে ঢালাই করে রাস্তা সমান উচ্চতায় বেচ (গাইড ওয়াল) তৈরি করে মাটি দিয়ে ভরাট করছেন কিছু শ্রমিক। কমল পাল ওই কাজ করাচ্ছেন বলে জানান কর্তব্যরত শ্রমিক। স্থানীয় জাকির হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমি ক্রয় করেছেন বলেও জানান কমল।
এ ব্যপারে কমল পাল বলেন, আমি জমি একজনের কাছ থেকে ক্রয় করেছি। ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মান করছি। জমি মেপে নির্মাণ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাপ না দিয়ে অনুমানে ঘর নির্মাণ করছি। একটু অংশ সরকারি জায়গায় যেতে পারে বলেও জানান তিনি।
এব্যপারে পৌরসভার ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার লিখিত ভাবে তাকে স্থাপনা ভাঙ্গার নোটিশ দেয়া হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, অবৈধ খাল দখল করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।