রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাতে আপনাকে স্বাগতম! বাংলাদেশ সমাচার পড়ুন,বিজ্ঞাপন দিন সহযোগী হোন! বাংলাদেশ সমাচার পড়ুন বেকারত্ব দূর করুন ।
শিরোনাম :
বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন খান-কে সফেন পরিবারের শুভেচ্ছা ড. মো. সাদী-উজ-জামান এবং মেরিনা সাদী মেধা, মনন ও মানবিকতার এক অনুপম যুগলবন্দি শিল্পপতি হয়ে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করতে চাই গাসিক নির্বাচনে প্রথম মহিলা মেয়র প্রার্থী জায়েদা খাতুনের স্বরণীয়  বিজয়  আনসার-ভিডিপির প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে দিনাজপুরে—–রেঞ্জ কমান্ডার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা  প্রবেশপত্র ছাড়াই ভর্তি পরীক্ষা দিলেন নিহা মনোহরদীতে বসতবাড়ীর( উঠান)জমির, জবরদখল নেওয়ার পায়তারা রায়পুরায় এসএসসি দাখিলে প্রোক্সি দিতে এসে আটক ১ শিক্ষার্থী দুমকিতে ছেলে ও নাতির শোক সইতে না পেরে ছেলের মা বিষপানে আত্মহত্যা

বাউফলে শশুর শাশুড়িকে কুপিয়ে জখম আটক মেয়ের জামাতা

পটুয়াখালীর বাউফলে শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছে মেয়ের জামাতা।

গতকাল রোববার (১৪মে) সন্ধ্যা সাতটার দিকে বাউফল সদর ইউনিয়নের অলিপুরা গ্রামের নকুলের হাট সংলগ্ন মিস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে ওই বাড়ির হীরালাল মিস্ত্রী (৬৫) ও তার স্ত্রী কিরন বালা (৬০) নিজ বাসায় টিভি দেখছিলেন। এসময় হঠাৎ করে তাদের মেয়ের জামাতা ফনি ভূষণ (৩৫) ছুরি নিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে দুই জনকে কুপিয়ে দুই হাতে, পায়ে, বুকে ও মাথায় জখম করেন।

তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে জামাতা ফনি ভূষনকে আটকে বাউফল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফনি ভূষনকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পরে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোয়েব তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হীরালালের মেয়ে শিল্পী রানী বলেন, সম্প্রতি আমার বাবা আমাকে স্থাণীয় মাপের ৮ কড়া জমি লিখে দেন। ওই জমি আমার স্বামী ফনি ভূষণ তার নামে লিখে দেয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করেন। বাবা এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ফনিভূষণ দুই জনকে কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফনি ভূষণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞপ্তি

©দৈনিক বাংলাদেশ সমাচার 2023All rights reserved