০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ জন নিহত

প্রতিনিধির নাম
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী প্রাইভেটকারের ৩ জন নিহত হয়েছেন।
আজ বুধবার (২ ফেরুয়ারী) সকাল ৭ টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেটে প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম।
তিনি আরো বলেন,নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেটকার ( ঢাকা- মেট্রো- ক- ১১- ২৩৩২) যোগে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেবার যাবার পথে বিরামপুর রেলগেট এলাকায় এসে পৌঁছিলে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস তাদেরকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিরামপুর রেলক্রসিং গ্যাটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসতিছে জানার পর আমি গেইট ফেলে দেয় কিন্তু তারা প্রাইভেটকার নিয়ে গেইটের এক পাশ দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই নিহত হন।
ট্যাগস :