বিলের ঝোপের আড়াল থেকে একজন বৃদ্ধ মহিলাকে উদ্ধার করল ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশ।
৯৯৯- এর মাধ্যমে কল পেয়ে নান্দাইল থানা পুলিশ কর্তৃক অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলা উদ্ধার।
গত ২০-০৫-২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন মুশুলি ইউনিয়ন এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ভারুয়া বিলের ঝোঁপের আড়াল থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করে নান্দাইল থানা পুলিশ।
গতকাল দুপুর অনুমান ১:৩০ ঘটিকার সময় রুবেল নামের জনৈক ব্যক্তি জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯- এর মাধ্যমে ভারুয়া বিলের মাঝখানে একজন বৃদ্ধা অচেতন অবস্থায় পড়ে আছে মর্মে নান্দাইল থানার ডিউটি অফিসারকে সংবাদ দেন।
সংবাদ পেয়ে নান্দাইল থানার এসআই (নিরস্ত্র)/ রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে পৌঁছে অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলাকে অর্ধচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বিলের মাঝখানের ঝোঁপ থেকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন এবং বৃদ্ধার সাথে কথা বলার চেষ্টা করেন।
শারীরিক দুর্বলতাজনিত কারণে বৃদ্ধা কোন কথার উত্তর দিতে পারেননি। তাৎক্ষণিকভাবে এসআই (নিরস্ত্র)/ রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৃদ্ধাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত বৃদ্ধা মহিলার নাম মোছা: বেগম খাতুন, পিতা- নিজামুদ্দিন, মাতা- মধু বেগম, গ্রাম- পাগলা পাড়া, জয়গঞ্জ বাজার, থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুর এবং তার বয়স ৮৭ বছর মর্মে জানা যায়। জামালপুরে তার কোনো আত্মীয়স্বজন আছে কিনা এ সংক্রান্তে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বৃদ্ধা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।