০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
বেলাবতে সরকারি বন্ধের দিন ও নিরলস ভাবে অফিসিয়াল কাজ করে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচন অফিস

প্রতিনিধির নাম
নরসিংদীর বেলাবতে সরকারি বন্ধের দিন ও নিরলস ভাবে অফিসিয়াল কাজ করে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচন অফিস।
গতকাল (৫ফেব্রুয়ারী)শনিবার এমন চিত্র দেখা যায় নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসে। রুটিন ওয়ার্ক রিভাইজিং অথরটি অর্থাৎ (সংশোধনী কর্তৃপক্ষ) মাধ্যমে উক্ত দিনে ভোটার তালিকা হালনাগাতের সময় বাদ পড়া ভোটার, কিংবা ভূল সংশোধনী,এবং স্থানান্তর ভোটারদের শুনানির মাধ্যমে অন্তর্ভুক্তি করেন। উপজেলার আমলাব ইউনিয়ন পাহাড় উজিলাব থেকে সেবা নিতে আসা মোঃ রিফাত হাসানের সাথে কথা বলে জানা যায়,সরকারি বন্ধের দিনও নিরলসভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। নতুন ভাবে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলতে এসেছি।কোন প্রকার হয়রানি ছাড়াই আমরা সেবা পেয়ে খুশি।রিভাইজিং অথরটিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মেছবাহ উদ্দিন, বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিলসহ প্রমূখ। এ সময় জেলা নির্বাচন অফিসার মোঃ মেছবাহ উদ্দিন বলেন,স্থানীয় সরকার নির্বাচনের কারনে গত ৩-৪ মাস ভোটার সংক্রান্ত সকল কার্যক্রম ব্যাহত ছিল। তাই এখন আমরা সরকারি বন্ধের দিন ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সরকারি বন্ধের দিনও গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। প্রতিদিন ৯০-১০০জন কে সেবা নিচ্ছে। ৬৫-৭৫ জনকে নতুন ভোটার অন্তর্ভুক্ত করন,সংশোধনী কিংবা ভোটার স্থানান্তর জনিত সেবা নির্বিঘ্নে দিয়ে যাচ্ছি।
ট্যাগস :