০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ভেদরগঞ্জে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধির নাম
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ অনুষ্ঠান পালন করা হয়। এ সময় কেঁককাটা ও আলোচনা সভা সহ যুগান্তরের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
যুগান্তরের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব হুমায়ূন কবির মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুৎ সভাপতি হাজী ফিরোজ হোসেন খান। বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, উপজেলা মৎস কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, উপজেলা ভেটেনারি সার্জন ফারুক হোসেন, উপজেলা সাব-রেজিষ্টার জনাব আরিফুর রহমান, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আমিন দেওয়ান, একাডেমীক সুপার ভাইজার মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব আলীমুদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হীরক, ভেদরগঞ্জ থানার এসআই কিশোর বড়ুয়া সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক হুংকারের বার্তা সম্পাদক জনাব হারুন অর রশিদ।
ট্যাগস :