১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ভৈরবে বি আই ডব্লিউটি এ কর্তৃক হয়রানী বন্ধের দাবীতে মানবন্ধন

প্রতিনিধির নাম
কিশারগঞ্জের ভৈরব বিআই ডব্লিউটি এ কর্তৃক নদীতীরবর্তী মালিকানাধীন ভুমিতে খুটি পিলার বসিয়ে একক ভাব নকশা তৈরি করপ ভুমি মালিকদের হয়রানী বন্ধ ৭ দফা দাবীতে মানবন্ধন করছে নদী তীরবর্তী ভূমির মালিক ও ব্যবসায়ীবৃন্দ।
আজ বহস্পতিবার (১৭ফেব্রুয়ারি)সকাল সাড়ে দশটার সময় ভৈরব দুর্জয় মোড় ঢাকা সিলেট মহাসড়কে ভূমির মালিক ও ব্যবসায়ীবৃন্দর উদ্যোগে এ মানববন্ধন অনিুষ্টিত হয়। এত প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু। জোড় পুর্বক বিআই ডব্লিউটি এ কর্তক অবমাননা কারীকে তার সত্ব প্রমানের সুযোগ না দিয়ে সি এস আর ও আর বি এস এর মালিকানাধীন ভূমিতে খুটি পিলার বসিয়ে জোড় পুর্বক বিআই ডব্লিউটি এ অধিভুক্ত করায় মানবন্ধন করেন ভূমির মালিক ও ব্যবসায়ীবৃন্দসহ স্হানীয় লোকজন।
ট্যাগস :