১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
ভৈরব থেকে এম্বাসেডর নির্বাচিত হলেন শোভা খানম

প্রতিনিধির নাম
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শোভা খানম ভৈরব উপজেলার এম্বাসাডর নির্বাচিত করায়
অত্র গ্রুপের প্রতিষ্টাতা ইকবাল বাহার জাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ভৈরবের সকল উদ্যোগতারা।
শোভা খানম ১৯৮৭সালে ৭ই মার্চ ভৈরব পৌর শহরে কমলপুর জম্ম গ্রহণ করেন
বাবা নাম সিদ্দিক মিয়া,মায়ের নাম আসমা বেগম দুই বোনের মধ্যে শোভা খানম বড়।
শোভা খানম ২০০৫ সালে মার্চের ৪তারিখে বিয়ে করেন ভৈরব পৌর শহরের চন্ডিবের খাঁন বাড়ির খলিল খানের ছেলে বখতিয়ার উদ্দিন খাঁনকে বর্তমান তার দুই সন্তান এক ছেলে এক মেয়ে তিনি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেন।
সংসার জীবনের পাশাপাশি
২০১৭ সালে অফলাইন এবং অনলাইন ২ ভাবেই কাজ শুরু করেছিল। অনলাইনে এক্টিব তেমন ছিল না অফলাইনেই প্রচুর সেল করতেন।
২০২০ সালে যখন মহামারী পরিস্থিতি আসে তখন বাসায় অফলাইন থেকে অনলাইনে বেশি এক্টিব হয়ে যান শোভা খানম।
উদ্যোক্তা জীবন শুরু করেছিলেন মূলত শখ থেকে যেটা এখন নেশা এবং পেশায় পরিবর্তন হয়েছে।
তিনি কাজ করছেন মিক্সড ছাতু,রেডি ডিজাইনার ব্লাউজ,ডিজাইনার এমব্রয়ডারি, এবং হাতের কাজের ব্লাউজ পিস,ব্লক এবং দেশীয় শাড়ি, থ্রিপিছ,কুশন কাভার ও বিছানার চাদর নিয়ে। তার ফেসবুক পেইজের নাম( রমণীর রঙ)।
২০২০ সালের ২০ জুলাই নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গ্রুপে রেজিষ্ট্রেশন করেছিল। সেই থেকে প্রিয় গ্রুপের সাথে পথচলা এবং প্রিয় স্যারের প্রতিটি সেশন এবং স্যারের কথাগুলো মনেপ্রানে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছেন, প্রিয় গ্রুপ এবং ভৈরব উপজেলার এম্বাসেডর আজিজুল হক কাকন এবং কমিউনিটি ভলান্টিয়ার মালয়েশিয়ান প্রবাসী ডাঃ মনিরুজ্জামান এর সহযোগিতায় ও ভৈরব এর উদ্যোক্তাদের সাথে সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছেন।
উপজেলা এম্বাসেডর আজিজুল হক কাকন বলেন শোভা খানম আপু যখন প্রিয় ফাউন্ডেশন এ রেজিষ্ট্রেশন করেন তখন থেকেই এক্টিভলি কাজ করে যাচ্ছিলেন।কভিড সিচুয়েশনে আপু অনলাইনে এক্টিভ থেকে ভাল সেল করেছেন এবং ভৈরব উপজেলার আমি যতগুলো প্রোগ্রাম করেছি সকল প্রোগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে সময় দিয়েছেন এবং এখনো আমাদের সাথে কাজ করে যাচ্ছেন।যার প্রতিদানরূপ প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ আপুকে ভৈরব উপজেলায় এম্বাসেডর হিসেবে আমার সহযোগী করে নিযুক্ত করেছেন। আপুকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি।
তার পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে এমন ফালাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আশা করি ভৈরব এর সকল উদ্যোক্তাদের সহযোগিতা করবেন এবং নিজেকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রমাণ করবেন।
ট্যাগস :