মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত এমপি রতন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের স্মার্ট বাংলাদেশ গড়ার ১৫ বছরের উন্নয়ন প্রচারের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই জনসভার আয়োজন করে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান তালুকদারের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকীর সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম শামিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস ,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, মধ্যনগর সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, মধ্যনগর উপজেলা মৎসলীগের আহ্বায়ক রুহুল আমিন খান, মধ্যনগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার,মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ সহ-সভাপতি আসাদুজ্জামান রুকন,যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শাখায়াত হোসেন প্রমুখ।