মহিপুরের ভ্যানচালক কে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মহিপুরের লতাচাপলী ইউনিয়নরে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত আকন বিরুদ্ধে ভ্যানচালক কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১২ আগষ্ট) দুপুরে লতাচাপলী ইউনিয়নের তুলাতলী নামক গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার অনুমতি না নিয়ে মাইক বাজানোর অভিযোগে মহিপুরের বিপিনপুর গ্রামের ভ্যানচালক মাহাবুব কে বেধরক লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ঐ ইউপি সদস্য।
আহত ভ্যানচালক কে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আহত ভ্যানচালক মাহাবুব বলেন,ভ্যানে মাইকিং করার কারনে নাকি তার মুরগীর খামারের মুরগি মরে যায় তাই আমার উপরে অতর্কিত ভাবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন ঐ ইউপি সদস্য। এ ব্যাপারে অভিযুক্ত ওই ইউপি সদস্য সাখাওয়াত আকনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে বিব্রতকর আচরণ করেন এবং বলেন আমার গ্রামে মাইকিং করতে হলে আমার অনুমতি নিয়ে করতে হবে এবং এই ব্যাপারে লতাচাপলীর ইউপি চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লাহ বিষয়টি সম্পর্কে অবগত আছে বলেও জানান তিনি।
লতাচাপলীর ইউপি চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা বলেন,মূলত মাইকিং এর কারনে আমরা অতিষ্ঠ,তাছাড়া আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি রেজুলেশন করেছিলাম যে এই ইউনিয়নে মাইকিং বা কোন প্রচারণা করতে হলে ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হবে।তবে এ ভ্যানচালক কে আহত করার বিষটি সম্পর্কে তিনি অবগত নয় বলে জানান তিনি।