০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
মহেশপুর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার

প্রতিনিধির নাম
জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, ঝিনাইদহ এর দিকনির্দেশনায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, মহেশপুর থানা, ঝিনাইদহ এর নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের একটি চৌকশ দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে অভিযান পরিচালনা করে ১৭/০১/২০২২ তারিখ মহেশপুর থানাধীন বেড়েরমাঠ গ্রামস্থ মাঠের মধ্যে জনৈক লতিফ হুজুরের পুকুরের সামনে বৈচিতলা হতে কদমতলাগামী কাঁচা রাস্তার উপর হতে ২৫ (পচিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। হাসান মন্ডল (৩৬), পিতা-মৃত কাশেম মন্ডল গ্রাম- নওদাগ্রাম (মন্ডল পাড়া) , থানা-মহেষপুর, জেলা –ঝিনাইদহ’কে ধৃত করেন এবং অপর আসামী ২। মোহাম্মদ আলী(৩৮), পিতা-মৃত আনারুদ্দীন , গ্রাম- বেগমপুর (মসজিদ পাড়া) , থানা-মহেষপুর, জেলা –ঝিনাইদহ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এই সংক্রান্তে মহেশপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
ট্যাগস :