মাঠে নামলেও ছন্দহীন মেসি, পিএসজি-র হয়ে প্রথম গোল রামোসের

ফের মাঠে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রেমঁ-র বিরুদ্ধে প্যারিস সঁ জঁ-র হয়ে খেলতে দেখা গেল তাঁকে। যদিও গোল পেলেন না।
ফের মাঠে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রেমঁ-র বিরুদ্ধে প্যারিস সঁ জঁ-র হয়ে খেলতে দেখা গেল তাঁকে। যদিও আর্জেন্টিনার তারকা ফুটবলার গোল পেলেন না। তবে তাঁর দল ৪-০ ব্যবধানে জিতল। ক্লাবের হয়ে প্রথম বার গোল পেলেন সের্জিও রামোস, যিনি গত অগস্টেই রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছিলেন।
বড়দিনের সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন মেসি। এরপর চোটের কারণে পিএসজি-র হয়ে গত দু’টি ম্যাচে দেখা যায়নি তাঁকে। রবিবার মাঠে ফিরলেও পুরনো ছন্দে ছিলেন না। কিন্তু পিএসজি-র জিততে সমস্যা হল না। প্রথমার্ধে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন মার্কো ভেরাত্তি। দ্বিতীয়ার্ধে গোল করেন রামোস। ড্যানিলো পেরেরা দলের চতুর্থ গোল করেন। মাঝে বিপক্ষের আত্মঘাতী গোলে পিএসজি-র ব্যবধান বেড়েছিল।