সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাতে আপনাকে স্বাগতম! বাংলাদেশ সমাচার পড়ুন,বিজ্ঞাপন দিন সহযোগী হোন! বাংলাদেশ সমাচার পড়ুন বেকারত্ব দূর করুন ।
শিরোনাম :
ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী তারুণ্যের সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণের  উদ্বোধন প্ল্যান্ট টিস্যু কালচারের উপর হাতে কলমে প্রশিক্ষণ মহিপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল”নওগাঁয় ওবায়দুল কাদের ভূরুঙ্গামারীতে  তরুণীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে আটক১  কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা- ঠাকুরগাঁও সুগার মিলস্ বিজয়নগর এক প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ “হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত”

মাদক সম্রাজ্ঞী মিনু বেগম গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী, আন্তর্জাতিক মাদক মাফিয়া চক্রের সদস্য মিনু বেগম(৪৫)কে শুক্রবার রাত সাতটার দিকে ছোট কুমিরা পাহাড়ের পাদদেশে সোনার পাড়া নামক স্থান থেকে অভিযান চালিয়ে ৯৩৭ পিচ ইয়াবা ও ০১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য আইনে ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এলাকাবাসীরা জানান, মিনু দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধের এক সাম্রাজ্য সৃষ্টি করে,ছোট ছোট ছেলেদের মাদকের প্রতি আসক্ত করে রেখেছিল,তার বিরুদ্ধে কথা বলতে গেলে হুমকি-ধমকি দিতে থাকে, আনুমানিক ৬-৭ মাস আগে এলাকাবাসী মিনুর বিরুদ্ধে প্রতিবাদ করায় মো: ইদ্রিস কে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা দায়ের করেন, এবং পরবর্তীতে একই এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ীকে প্রধান আসামি করে চারজনের নামে আরেকটি মামলা দায়ের করেন মিনু, তাই এলাকাবাসী নীরবে তার অত্যাচার সহ্য করে আসছিল,তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ায় এলাকাবাসী খুশীর আনন্দে ভাসছে,এলাকাবাসী একটাই দাবি এরকম অপরাধীরা যেন বিজ্ঞ আদালতে উপযুক্ত বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়। তাহলে সমাজে মাদকাসক্ত কমিয়ে আনা সম্ভব হবে।

 

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মদ বলেন,এই মাদক সম্রাজ্ঞী ও মাফিয়ার বিরুদ্ধে অত্র থানার বিভিন্ন অফিসার যতবারই অভিযান পরিচালনা করেছেন ততবারই সে কোন না কোন নামে দরখাস্তের প্রদানের মাধ্যমে, সকল অফিসারকে হেনস্তার শিকার করেছেন। এই কারণে অনেকেই এই মাদক সম্রাজ্ঞীকে এড়িয়ে চলার চেষ্টা করতো। তার আস্তানায় প্রবেশ করতে হলে স্পেশাল সিকিউরিটির পাহারা ভেদ করে প্রবেশ করতে হয়। সুকৌশলে ঘটনাস্থলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ ও সেকেন্ড অফিসার এসআই মুকিব হাসানের নেতৃত্বে এস আই ফারুক,এসআই সুজন শর্মা,এএসআই জমির, এএসআই সুমন, এএসআই রকিবুল ও ফোর্সের পারস্পরিক সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই মাদক সম্রাজ্ঞীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘ দুই দশক ধরে টেকনাফ থেকে ঢাকা হয়ে সারা দেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞপ্তি

©দৈনিক বাংলাদেশ সমাচার 2023All rights reserved