১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

বই মানেই হলো আলোর সঙ্গে , ভালোর সঙ্গে থাকা

প্রতিনিধির নাম


 : বই হলো জীবনের একজন নীরব বন্ধু। বই আপনাকে নিঃসীম আঁধার থেকে  আলো এনে দিবে।

আপনাকে সুন্দর পথ দেখাবে একটি ভালো বই।

সুন্দর মন তৈরি করতে হলে কিংবা মানুষ হতে হলে ভালো বইয়ের সংস্পর্শে থাকতে হবে।

অপসংস্কৃতিরোধে আপনাদের মতো তরুণ তুর্কীরা এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের একটি দল বই থেকে দূরে সরে যাচ্ছে ;এটা ভালো আলামত নয়।

সমাজ ও রাষ্ট্রকে এ প্রজন্মের সঙ্গে বইয়ের সঙ্গে  সম্পর্ক গড়ে দিতে  ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। 

 

চাঁদপুর সদর পুরান বাজার কলেজ প্রাঙ্গনে লেখক-পাঠকদের মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাট্যব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন।

 

তিনি আরও বলেন, মানুষের সঙ্গ আপনাকে কখনো খারাপ পথে ধাবিত করতে পারে কিন্তু বইয়ের সঙ্গ আপনাকে সর্বদাই আলোর সাথে,  ভালোর সাথে নিয়ে যাবে।

 

রবিন চৌধুরী বলেন, এমন আয়োজনে সর্বদা  আপনাদের পাশে থাকতে চাই, আমরা সকলে মিলেমিশে একটা আলোকিত সমাজ গড়তে চাই।”

 

শুক্রবার(২৭ অক্টোবর) 

 বইছায়ার আয়োজনে চাঁদপুর 

পুরান বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ডাকাতিয়ার কোলঘেঁষে পড়ন্ত বিকালের প্রাকৃতিক পরিবেশ আর বাহারি  রংঙের ফুলের  মাঝে বসছে লেখক -পাঠকদের মিলনমেলা।লেখক -পাঠকদের এই মিলনমেলা রূপ নেয় সাহিত্য, কবিতা আর গল্প আড্ডায়। সেখানে লেখক,গবেষক, কবি,রাজনৈতিক ও বিভিন্ন স্তরের মানুষের সমাগম হয়।লেখকরা পাঠকদের মনের খোরাক হিসাবে শুনিয়েছে কবিতা,আবৃত্তি,বই পড়ার গুরুত্ব ও উপকারিতা।আলাপচারিতায় ফুলে উঠে পাঠকদের বিভিন্ন ধরনের বইয়ের চাহিদার কথা।আশা করছি লেখক – পাঠকদের এমন মেলবন্ধন চির অম্লান হয়ে থাকুক।দিন দিন বেড়েই চলবে  বইমেপ্রী মানুষের সংখ্যা।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—  তরুণ গবেষক মো. ফরিদ হাসান,তরুণ কবি সালমান হাবিব,লেখক ফারহানা নিমগ্ন দুপুর,পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল,লেখক আফনান আহমেদ রাসেদ।

 বইছায়ার প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক।

 

 

 

ট্যাগস :
আপডেট : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
১৬২ বার পড়া হয়েছে

বই মানেই হলো আলোর সঙ্গে , ভালোর সঙ্গে থাকা

আপডেট : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩


 : বই হলো জীবনের একজন নীরব বন্ধু। বই আপনাকে নিঃসীম আঁধার থেকে  আলো এনে দিবে।

আপনাকে সুন্দর পথ দেখাবে একটি ভালো বই।

সুন্দর মন তৈরি করতে হলে কিংবা মানুষ হতে হলে ভালো বইয়ের সংস্পর্শে থাকতে হবে।

অপসংস্কৃতিরোধে আপনাদের মতো তরুণ তুর্কীরা এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের একটি দল বই থেকে দূরে সরে যাচ্ছে ;এটা ভালো আলামত নয়।

সমাজ ও রাষ্ট্রকে এ প্রজন্মের সঙ্গে বইয়ের সঙ্গে  সম্পর্ক গড়ে দিতে  ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। 

 

চাঁদপুর সদর পুরান বাজার কলেজ প্রাঙ্গনে লেখক-পাঠকদের মিলনমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাট্যব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন।

 

তিনি আরও বলেন, মানুষের সঙ্গ আপনাকে কখনো খারাপ পথে ধাবিত করতে পারে কিন্তু বইয়ের সঙ্গ আপনাকে সর্বদাই আলোর সাথে,  ভালোর সাথে নিয়ে যাবে।

 

রবিন চৌধুরী বলেন, এমন আয়োজনে সর্বদা  আপনাদের পাশে থাকতে চাই, আমরা সকলে মিলেমিশে একটা আলোকিত সমাজ গড়তে চাই।”

 

শুক্রবার(২৭ অক্টোবর) 

 বইছায়ার আয়োজনে চাঁদপুর 

পুরান বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ডাকাতিয়ার কোলঘেঁষে পড়ন্ত বিকালের প্রাকৃতিক পরিবেশ আর বাহারি  রংঙের ফুলের  মাঝে বসছে লেখক -পাঠকদের মিলনমেলা।লেখক -পাঠকদের এই মিলনমেলা রূপ নেয় সাহিত্য, কবিতা আর গল্প আড্ডায়। সেখানে লেখক,গবেষক, কবি,রাজনৈতিক ও বিভিন্ন স্তরের মানুষের সমাগম হয়।লেখকরা পাঠকদের মনের খোরাক হিসাবে শুনিয়েছে কবিতা,আবৃত্তি,বই পড়ার গুরুত্ব ও উপকারিতা।আলাপচারিতায় ফুলে উঠে পাঠকদের বিভিন্ন ধরনের বইয়ের চাহিদার কথা।আশা করছি লেখক – পাঠকদের এমন মেলবন্ধন চির অম্লান হয়ে থাকুক।দিন দিন বেড়েই চলবে  বইমেপ্রী মানুষের সংখ্যা।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—  তরুণ গবেষক মো. ফরিদ হাসান,তরুণ কবি সালমান হাবিব,লেখক ফারহানা নিমগ্ন দুপুর,পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল,লেখক আফনান আহমেদ রাসেদ।

 বইছায়ার প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক।