স্টাফ রিপোর্টার
- বৃহস্পতিবার ১৮ মে, ২০২৩ /

কার পার্কিং দখল করে রাজউক এর প্ল্যান বহির্ভূত ফ্ল্যাট বানিয়ে ভাড়া দেয়া ও অন্যের কার পার্কিং দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কল্যাণ পার্টির নেতা, নোটারি পাবলিক অ্যাডভোকেট বেনি আমিন ও তার কোম্পানির বিরুদ্ধে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ওশান অ্যাড্রেস লিমিটেড নামক ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান ও নোটারি পাবলিক অ্যাডভোকেট বেনি আমিন রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা আবাসিক এলাকায় ১৪ নম্বর প্লট এর উপর একটি ছয় তলা ভবন নির্মাণ করে ১৮-১৯ বছর আগে ১০টি ফ্ল্যাট গ্রাহকদের কাছে বিক্রি করে। উক্ত ৬ তলা ভবনে মোট ১০ টি ফ্ল্যাট ও নিচ তলার পুরোটা কার পার্কিং স্পেস এর অনুমোদন থাকলেও বেনি আমিন জোর করে নিচ তলার কার পার্কিং স্পেসে একটি ফ্লাট নির্মাণ ও দখল করে এমনকি জাল জালিয়াতি করে উক্ত অবৈধ ফ্ল্যাটটি নিজে দাতা সেজে তার ও তার ভাইদের নামে দলিল রেজিস্ট্রি করে দেয়। সম্প্রতি রাজউক উক্ত অবৈধ ফ্ল্যাটটি উচ্ছেদ করার কার্যক্রম গ্রহণ করেছে।
জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তির মদদে সম্প্রতি উক্ত ভবনের ফ্ল্যাট মালিক আব্দুল মান্নান এর ওয়ারিশদের ২০ বছর ধরে ভোগ দখলকৃত কার পার্কিং স্পেসটি দখল করার চেষ্টা করে যাচ্ছে উক্ত দখলদার অ্যাডভোকেট বেনি আমিন।
Related