০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
মিরসরাইয়ে ইউপি সদস্য হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের আলোচিত ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কাশেম মেম্বারের হত্যাকারী গ্রেফতারকৃত চার আসামি এবং প্রধান অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য বেলাল হোসেনকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের খেয়ারহাট বাজারে শত শত এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজু আহমেদের সঞ্চালনায় এবং সাহেরখালী ইউনিয়নের ইউপি সদস্য আবদুর রহমান এভাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
এসময় আরোও বক্তব্য রাখেন- ১৩নং মায়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু জাফর, সাহেরখালী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মহিদুল আলম, সমাজ সেবক বদরুদ্দৌজা, ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আনোয়ারুল হক, সাউথ মঘাদিয়া এডুকেশন সোসাইটির সভাপতি নুরুল ইসলাম এবং নিহত আবুল কাশেম মেম্বারের ছেলে মোহাম্মদ তারেক সহ প্রমুখ।
সাহেরখালী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী মানববন্ধনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, নিহত আবুল কাশেম মেম্বারের হত্যাকারী ইউপি সদস্য হোক, আমার ভাই হোক কিংবা আমার রাজনৈতিক দলের যেকোন কর্মী হোক না কেন আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।
নিহত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ তারেক বলেন, আজকে আমি পিতৃহারা। একজন জনপ্রতিনিধি যদি প্রকাশ্যে খুন করে, সন্ত্রাসী করে, ইয়াবা সেবন করে তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? এখনও আমার বাবার প্রধান খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রেফতার হচ্ছে না কেন? আমি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করছি।
এসময় এলাকাবাসী নিহত আবুল কাশেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনা করে আটককৃত চার আসামি এবং ঘটনার প্রধান অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য বেলাল হোসেনকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির জোরালো দাবি জানান।
উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর গত মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ৬ বারের ইউপি সদস্য আবুল কাশেম (৬৫)। এ ঘটনায় সোমবার (৩১ জানুয়ারি) রাতে নিহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে স্থানীয় ৩ নং ওয়ার্ডের সদস্য বেলালকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।
ট্যাগস :