০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিপাকে ইজিবাইকের চালকেরা

প্রতিনিধির নাম
লাইসেন্স না থাকায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাভাবিক ভাবে ইজিবাইক চুরি ও ছিনতাই সংগঠিত হচ্ছে। মাঝে মাঝে লৌহজং থানা পুলিশ চোর গ্রেপ্তার করলেও চোর চক্র থেকে যাচ্ছে ধরা ছোয়ায় বাইরে। চোর চক্র যাত্রী বেশে বেশি টাকার প্রলোভন দেখিয়ে রিজার্ভ নিয়ে ফাঁকা নিরিবিলি জায়গায় গিয়ে চালককে কৌশলে আমের জুসে নেশা জাতীয় দ্রব্যাদি মিশিয়ে ভাব জমিয়ে পান করায়। চালক অজ্ঞান হওয়ার পর ধাক্কা দিয়ে ফেলে ইজিবাইক নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয়। কখনো ছিনতাইকারীদের চিনে ফেললে চালককে খুন করে ঝোঁপ জঙ্গলে ফেলে রেখে ইজিবাইক নিয়ে সটকে পড়ে। ইজিবাইকের মালিকেরা ঝামেলা মনে করে অনেক চুরির ঘটনায় থানায় মামলা করেনা। অপরদিকে ইজিবাইকের নীতিমালা না থাকায় ইজিবাইকের মালিক ও গ্যারেজ মালিক কর্তৃক প্রতিদিন শোষিত হচ্ছে ইজিবাইকের চালকেরা। জানা যায়, চালকেরা ক্ষ্যাপ মারার উদ্দেশ্যে গ্যারেজ থেকে ইজিবাইক বের করার পর বিদ্যুৎ চলে যাওয়ায় দুপুরে ইজিবাইক চার্জ দিতে না পারলেও গ্যারেজ মালিকে পুরো ২০০ টাকা চাজ বিল দিতে হয় এবং ইজিবাইকের মালিককে পুরো ৩০০ টাকা ভাড়া বাবদ দিতে হয়। এতে কোন কোন সময় চালককে বাড়ি থেকে কর্জ করে টাকা এনে গাড়ি ভাড়া ও চার্জের বিল পরিশোধ করতে হয়। এ ব্যাপারে ইসলামী অটো মটরাইক শ্রমিক আন্দোলন লৌহজং উপজেলা শাখার সভাপতি মু. ফজলে আহমেদ আমাদের প্রতিনিধিকে জানান, গাড়ির মালিক ও গ্যারেজ মালিক কর্তৃক প্রতিদিন আমরা শোষিত হচ্ছি। এ থেকে পরিত্রান পেতে হলে ইজিবাইকের জন্য নীতিমালা প্রয়োজন। এ ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। লৌহজং সহ মুন্সীগঞ্জের প্রতিটি থানার ইজিবাইকগুলোতে রং নির্ধারণ করে ইজিবাইকে লাগালেও চুরি ফেরানো যায়নি।
ট্যাগস :