যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

কিশোরগঞ্জের বাজিতপুরের চাঞ্চল্যকর ছিদ্দিক হত্যা মামলার যাবৎ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কাকন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে ভৈরব র্যাব-১৪ ক্যাম্প সদস্যরা।
র্যাব জানায়, বাজিতপুর থানাধীন চাঞ্চল্যকর ছিদ্দিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কাকন মিয়া (২৫) কে গ্রেফতার করে র্যাবের একটি আভিযানিক দল। বুধবার (১৬ফেব্রুয়ারি)সন্ধায় ঢাকার কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে বাজিতপুর থানাধীন হিলছিয়া গ্রামের মোঃ জজ মিয়ার ছেলে। গত ২২/০১/২০১৬ ইং তারিখ আসামী মোঃ কাকান মিয়া রাস্তার পাশে ঘর নির্মাণ করতে চাইলে ভিকটিম মোঃ ছিদ্দিক মিয়া বাধা দিলে কাকন মিয়ার লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ছিদ্দিক মিয়াকে আঘাৎ করলে গুরুতর জখম হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান। ঐ ঘটনায় বাজিতপুর থানায় মামলা হলে ঐ মামলায় কাকন মিয়াকে গ্রেফতার করা হয়।