সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন
গত সোমবার ২৫শে বৈশাখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন। দিনটি উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার লোকজন। এই জোট ভুক্ত ৫২টি সংগঠনের অধিকাংশ সংগঠনই কর্মসূচীতে অংশ নেন। সন্ধ্যার পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিপ্লব প্রসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক অধ্যাপক আব্দুস সোবহান, সাবেক অধক্ষ নজরুল ইসলাম চাঁদ, এ্যাড,মাসুম হাসান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, শ ম আমজাদ হোসেন, ব্রজ গোপাল রায়, সহ-সভাপতি স্বপন কুমার পাল, মনজিল মুরাদ লাবলু, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টু, রংপুর সাহিত্য একাডেমির আহবায়ক ড, নাসিমা আকতার, অনুষ্ঠান বাস্তবায়ন উপকমিটির আহবায়ক সুনীল সরকার, রংপুর লালন একাডেমির প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম হীরা, উত্তরনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহিন, রুপু মজুমদার, সাংবাদিক শাহ্ আলম, সহকারি অধ্যাপক গোলাম সরওয়ার মির্জা ও সওদা খানম মিনু। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলাহী ফারুক।