প্রধানমন্ত্রীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকা ১৮ আসনের আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপির নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীবৃন্দ

চালু হলো দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। বিকাল সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী কাওলার ক্যাম্পে যান। সেখানে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। বোতাম টিপে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক
উন্মোচন করেন সরকারপ্রধান। পরে মোনাজাতে অংশ নেন তিনি। পরে সেখানে বর্ণিল ডে ফায়ারওয়ার্কসের প্রদর্শনী হয়। পরে প্রধানমন্ত্রীকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। কাওলায় আনুষ্ঠানিকতা শেষ করে সরকার প্রধানের গাড়িবহর এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট পর্যন্ত যায়। রোববার সকাল ৬টা থেকে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হবে এ উড়াল পথ। কর্তৃপক্ষ বলছে, এ পথে মাত্র দশ মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়া-আসা করা যাবে । প্রধানমন্ত্রীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধনের দিন সুধী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বিন্দু উপস্থিত হন। উক্ত সময় ঢাকা ১৮ আসনের মাটি ও মানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপির নেতৃত্বে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, ভাটারা থানা বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর, ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠন গুলি ও আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বিন্দু উপস্থিত ছিলেন।