সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাতে আপনাকে স্বাগতম! বাংলাদেশ সমাচার পড়ুন,বিজ্ঞাপন দিন সহযোগী হোন! বাংলাদেশ সমাচার পড়ুন বেকারত্ব দূর করুন ।
শিরোনাম :
ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী তারুণ্যের সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণের  উদ্বোধন প্ল্যান্ট টিস্যু কালচারের উপর হাতে কলমে প্রশিক্ষণ মহিপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল”নওগাঁয় ওবায়দুল কাদের ভূরুঙ্গামারীতে  তরুণীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে আটক১  কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা- ঠাকুরগাঁও সুগার মিলস্ বিজয়নগর এক প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ “হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত”

রাজধানীর উত্তরা আজমপুর বিডিআর মার্কেটে সভাপতি আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজধানীর উত্তরায় আজমপুর উত্তরা ০৬ নম্বর সেক্টর বিডিআর মার্কেট কাঁচাবাজারে সভাপতি  আলীরাজের বিরুদ্ধে দোকানদার দের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিডিআর মার্কেটের মাংস ব্যবসায়ী মোঃ খোকন মিয়া গত ০৯/০৪/২০২২ তারিখ উত্তরা ডিসি অফিস এবং  র‍্যাব-০১ লিখিত একটি অভিযোগ করেন। বিডিআর  মার্কেটের সভাপতি আলী রাজ এককভাবে ব্যবসায়ীদেরকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী ।পরে  স্থানীয় পত্রিকার সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য বিডিআর মার্কেটের দোকানদারদের সাথে কথা  বলেন, মুরগি ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, আমার সামান্য কর্মচারী ভুল করার কারণে আমাকে অফিসে ডেকে নিয়ে দশ হাজার টাকা চাঁদা দাবি করেন সভাপতি আলীরাজ আমি টাকা দিতে না পারায় আমাকে এবং আমার কর্মচারীকে বেধড়ক লাঠিপেটা করে আমি হাসপাতালে তিনদিন ভর্তি ছিলাম। অভিযোগকারী খোকন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন আমি ডিসি অফিস এবং র‍্যাব ০১  একটি অভিযোগপত্র দায়ের করি এবং  উত্তরা পূর্ব থানার ওসি সাহেব কে মৌখিক ভাবে বলি আলীরাজ আমার কাছে চাঁদা দাবি করেন আমি চাঁদা না দেওয়ায় আমাকে বিএনপি বলে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে।আমাকে জানে মেরে পেলার  হুমকি দেয়। আমরা সাধারন মানুষ ছোট ব্যবসা করে আমরা ছেলে সন্তান নিয়ে দুবেলা-দুমুঠো খেয়ে জীবন যাপন করি।  প্রশাসন এবং স্থানীয় এমপির কাছে একটাই আমাদের আবেদন সুষ্ঠু  বিচারের মাধ্যমে আমরা শান্তিতে যেন ব্যবসা করতে পারি সেই ব্যবস্হা করুন। যাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে আলীরাজ ০১/ মোঃ আকতার, মাংস ব্যবসায়ী তার কাছ থেকে ৩০০০০/ লক্ষ টাকা, ০২/ মোহাম্মদ জজ মিয়া মাংস ব্যবসায়ী ২ লক্ষ ৫০০০০ হাজার টাকা ০৩/মোঃ নুরনবী মুদি ব্যবসায়ী ৪০০০০/ টাকা ০৪/ মোঃ বারেক, মুদি ব্যবসায়ী ৪০০০০/ টাকা ০৫/মোহাম্মদ দুলাল, মাংস ব্যবসায়ী ৪০০০০/ টাকা। মোঃ কবির,  মাংস ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাংস ব্যবসা করে আসতেছে বিডিআর মার্কেট, সভাপতি জোরপূর্বক তার দোকানটি দখল করে নেওয়ার অভিযোগ অভিযোগ  করেন, কবির হোসেন বলেন স্থানীয় এমপির কাছে আমার একটাই আবেদন আমার ছেলে সন্তানকে নিয়ে আমি দুমুঠো খেয়ে জীবন যাপন করতে চাই।  সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত  ব্যবসা করতে চাই।


বিজ্ঞপ্তি

©দৈনিক বাংলাদেশ সমাচার 2023All rights reserved