০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

প্রতিনিধির নাম
রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ মোট ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে একটি চোরাই মোটরসাইকেল ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রমতে, রোববার ৬ ফেব্রুয়ারি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের তত্ত্বাবধান ও নির্দেশনায় এসআই মোঃ হুমায়ুন কবির, এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ সোহরাব হোসেন, এএসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে রতনপুরের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রবিন সিদ্দিকী, টামটার এমরান হোসেনের ছেলে নাসির ও মৃত আবদুর রহিমের ছেলে মোঃ ফারুক’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট হইতে চোরাই ১টি মোটরসাইকেল উদ্ধার করে রামগঞ্জ থানার মামলা নং-০৩(০২)২২ইং, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করা হয়।
এছাড়াও এসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রয়কালে দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোঃ হাসান গাজীর ছেলে মোঃ হাবিবুর রহমান সুমননের হেফাজত হইতে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ থানার মামলা নং- ০৪(০২)২২ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনী ১৯(ক) রুজু করা হয়।
তাছাড়াও এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই জাহাঙ্গীর আলম, এএসআই পেয়ার উদ্দিন, এএসআই বেলায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে জিআর ১৩৬/২০১৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উত্তর গ্রামের কাশেম মোল্লার ছেলে মোঃ উল্লাহ প্রকাশ হামিদ, সিআর ১০৬/২০১৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুর রবের ছেলে কবির হোসেন, কবির হোসেনের স্ত্রী মমতাজ বেগম, শিরিন বেগমকে গ্রেফতার করে।
পরবর্তীতে সকল আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করে কারাগারে প্রেরণ করা হয়।
ট্যাগস :