১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
রামগঞ্জ থানা পুলিশ কর্তৃক হারানো মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

প্রতিনিধির নাম
রামগঞ্জ থানা পুলিশের আন্তরিক দক্ষতা ও বিচক্ষণতায় হারিয়ে যাওয়া একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক ও এএসআই মোঃ শাখাওয়াত হোসেন উক্ত মোবাইল ফোনটির প্রকৃত মালিক রুবেল হোসেনকে বুঝিয়ে দেন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি রামগঞ্জ থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্রমতে, কয়েকদিন আগে রামগঞ্জ থানাধীন ৮নং দরবেশপুর ইউনিয়নভুক্ত পূর্ব দরবেশপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল হোসেন তার ব্যবহৃত REALME c20a মডেলের স্মার্ট ফোনটি হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি রামগঞ্জ থানায় একটি হারানো ডায়রী দায়ের করেন। এরই আলোকে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক এর সার্বিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় দিক নির্দেশনায় মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি এএসআই উত্তম কুমার বড়ূয়া হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে ওসি মোঃ এমদাদুল হকের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইলটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ট্যাগস :