০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
রায়গঞ্জের ভুঁইয়াগাঁতীতে সিএনজি মালিক সমিতির সংঘর্ষে পাল্টপাল্টি মামলা

প্রতিনিধির নাম
সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূঁইয়াগাঁতীতে অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা দায়ের। ঘটনার সাথে জড়িত নয় এমন কয়েক জন ব্যক্তিকে মামলায় ফাঁসানোর ঘটনায় তাদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাযায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অন্তর্গত ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে সিরাজগঞ্জ জেলা অটোরিকশা, টেম্পু ও সিএনজি মালিক সমিতির নির্বাচনকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় হাইকোর্টের নির্দেশ মোতাবে নির্বাচনী তফসিল ঘোষণার মিটিং আহ্বানে আব্দুর রাজ্জাক মাইকিং করছিল। এসময় বাবলু গ্রুপের লোকজন মাইকিং করা বন্ধ করে দেয় এবং মারপিট করে । এতে আব্দুর রাজ্জাকের লোকজন ক্ষীপ্ত হয়ে লাঠি শোটা নিয়ে ঘটনার স্থলে পৌছা মাত্র উভয় ‘পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে এতে রাজ্জাক গ্রুপের ৭ জন গুরুতর আহত হয়।আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় জনতা। এরা হলো ঘুড়কা ইউনিয়নের ইচলাচান্দা গ্রামের আসাদ আলী প্রামাণিকের পুত্র আব্দুর রাজ্জাক (৪৫), ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের শহিদের ছেলে আব্দুর রহমান(৫০), রয়হাটি গ্রামের আরিফুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অপর দিকে বাবলু গ্রুপে জলিল সহ কয়েকজন আহত হয়। এতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে । ঘটনার সাথে জড়িত নয় এমন ব্যক্তিদেরকেউ মামলার আসামি করায় এলাকায় ক্ষোপের সৃষ্টি হয়েছে। আব্দুল জলিলের মামলার ১ নং আসামি লিটন গুনের স্রী ক্ষোভে বলেন আমার স্বামী মেডিকেলে ছিল তাকেও আসামি করা হয়েছে।
অপরদিকে ভূঁইয়াগাঁতীর বাসিন্দা আব্দুল হাকিম বলেন, তার ছোট ভাই সোহেল মারামারি ঠেকানোর চেষ্টা করলেও তাঁকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে সলঙ্গা থানার আব্দুল কাদের জিলানী জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষের থেকে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :