র্যাঙ্ক ব্যাজ পরলেন আনসার-ভিডিপি’র ৬ উপ-মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ০৬ জন কর্মকর্তাকে উপ-মহাপরিচালকের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। আজ ০৭ নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ১১:০০ মিনিটে তাদের র্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি, উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ ১৮তম ও ২১তম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। এরপর উপপরিচালক ও পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় এবং পেশাগত দক্ষতার বিবেচনায় গত ০৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে ০৬ জন কর্মকর্তাকে পরিচালক পদ হতে উপমহাপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত উপমহাপরিচালকগণ হলেন মোহাম্মদ আবদুল আউয়াল (১৮তম ব্যাচ), মো: রফিকুল ইসলাম (১৮তম ব্যাচ), মো: ফখরুল আলম (২১তম ব্যাচ), ড. মো: সাইফুর রহমান (২১তম ব্যাচ), মো: আশরাফুল আলম (২১তম ব্যাচ) ও মো: জিয়াউল হাসান (২১তম ব্যাচ)।
বাহিনীর মহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন।