০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

লাকসামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ মাদক মামলার এক আসামী গ্রেফতার

রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ ইয়াকুন নামে (৪৪) ৮ মাদক মামলার এক আসামী গ্রেফতার করেছেন লাকসাম থানা পুলিশ।
০৪ আগস্ট (শুক্রবার) লাকসামধীন পাশাপুর (উ: পাড়া) কাজীবাড়ীর মো: অলি উল্লার ছেলে মোঃ ইয়াকুব আলীকে লাকসাম থানার এসআই মো:বোরহান উদ্দিন মোহাম্মদ, আশরাফুল আলম, মাকসুদুর রহমান, লতিফ, নয়ন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন সময়ে ডিএমপি মোহাম্মদপুর থানার মামলার নং-১১(০৯)১০ যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এবং সিএমপি বন্দর থানার নং ৩১(০৮)২২ জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইয়াকুব আলী (৪৪) নামে ৮ মাদক মামলার এ সাজাপ্রাপ্ত আসামী আসামি’কে গ্রেফতার করে।
আসামী ইয়াকুব আলী থেকে রেকর্ডপত্র/ সিডি এস এম যাচাই করিয়া এ ৮টি মামলার তথ্য পাওয়া যায়-১/ডিএমপি এর আদাবর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৯ মার্চ, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। ডিএমপি এর পল্লবী থানার ,এফআইআর নং-১২/৭২০, তারিখ- ০৩ আগস্ট, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার ,এফআইআর নং-৮ , তারিখ- ০৫ জুন, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;৪। ডিএমপি এর খিলগাঁও থানার ,এফআইআর নং-৬০/৫১৬, তারিখ- ৩০ আগস্ট, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;৫। ডিএমপি এর দারুস সালাম থানার ,এফআইআর নং-৩১/৫৪১, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;৬। ডিএমপি এর মোহাম্মদপুর থানার ,এফআইআর নং-৪৭, তারিখ- ২৫ জুলাই, ২০১৪; ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৭। ডিএমপি এর বাড্ডা থানার ,এফআইআর নং-৪১, তারিখ- ১৩ এপ্রিল, ২০১১; ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৮। ডিএমপি মোহাম্মদপুর থানার মামলা নং-১১(০৯)১০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ৩(খ)।

লাকসাম থানার (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াকুব আলী’কে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :
আপডেট : ১০:৪৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
১৩২ বার পড়া হয়েছে

লাকসামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ মাদক মামলার এক আসামী গ্রেফতার

আপডেট : ১০:৪৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

কুমিল্লার লাকসামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ ইয়াকুন নামে (৪৪) ৮ মাদক মামলার এক আসামী গ্রেফতার করেছেন লাকসাম থানা পুলিশ।
০৪ আগস্ট (শুক্রবার) লাকসামধীন পাশাপুর (উ: পাড়া) কাজীবাড়ীর মো: অলি উল্লার ছেলে মোঃ ইয়াকুব আলীকে লাকসাম থানার এসআই মো:বোরহান উদ্দিন মোহাম্মদ, আশরাফুল আলম, মাকসুদুর রহমান, লতিফ, নয়ন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন সময়ে ডিএমপি মোহাম্মদপুর থানার মামলার নং-১১(০৯)১০ যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এবং সিএমপি বন্দর থানার নং ৩১(০৮)২২ জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইয়াকুব আলী (৪৪) নামে ৮ মাদক মামলার এ সাজাপ্রাপ্ত আসামী আসামি’কে গ্রেফতার করে।
আসামী ইয়াকুব আলী থেকে রেকর্ডপত্র/ সিডি এস এম যাচাই করিয়া এ ৮টি মামলার তথ্য পাওয়া যায়-১/ডিএমপি এর আদাবর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৯ মার্চ, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। ডিএমপি এর পল্লবী থানার ,এফআইআর নং-১২/৭২০, তারিখ- ০৩ আগস্ট, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার ,এফআইআর নং-৮ , তারিখ- ০৫ জুন, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;৪। ডিএমপি এর খিলগাঁও থানার ,এফআইআর নং-৬০/৫১৬, তারিখ- ৩০ আগস্ট, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;৫। ডিএমপি এর দারুস সালাম থানার ,এফআইআর নং-৩১/৫৪১, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;৬। ডিএমপি এর মোহাম্মদপুর থানার ,এফআইআর নং-৪৭, তারিখ- ২৫ জুলাই, ২০১৪; ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৭। ডিএমপি এর বাড্ডা থানার ,এফআইআর নং-৪১, তারিখ- ১৩ এপ্রিল, ২০১১; ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৮। ডিএমপি মোহাম্মদপুর থানার মামলা নং-১১(০৯)১০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ৩(খ)।

লাকসাম থানার (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াকুব আলী’কে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।