সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাতে আপনাকে স্বাগতম! বাংলাদেশ সমাচার পড়ুন,বিজ্ঞাপন দিন সহযোগী হোন! বাংলাদেশ সমাচার পড়ুন বেকারত্ব দূর করুন ।
শিরোনাম :
ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী তারুণ্যের সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণের  উদ্বোধন প্ল্যান্ট টিস্যু কালচারের উপর হাতে কলমে প্রশিক্ষণ মহিপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল”নওগাঁয় ওবায়দুল কাদের ভূরুঙ্গামারীতে  তরুণীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে আটক১  কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা- ঠাকুরগাঁও সুগার মিলস্ বিজয়নগর এক প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ “হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত”

লালমনিরহাটে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মইনুল হাসান রুবেল (৩৬) নামের এক গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের ছেলে রাশেদ আলমের বিরুদ্ধে।
শুক্রবার (০১ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার পারুলিয়া বাজারের ভূমি অফিসের পাশে ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় গ্রাম পুলিশ রুবেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্ত রাশেদ আলম উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল হকের ছেলে। আহত ওই গ্রাম পুলিশ রুবেল উপজেলার একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার রাতে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ ও পারুলিয়া বাজারে ডিউটি করছিলেন গ্রাম পুলিশ রুবেল। এ সময় তিনি পারুলিয়া বাজারের ভূমি অফিস চত্বরে বসে মোবাইল চালাচ্ছিলেন। সেখানে হঠাৎ রাশেদ এসে গ্রাম পুলিশ রুবেলকে ওসমান চেয়ারম্যানের চকিদার বলে তুচ্ছতাচ্ছিল্য করে। এসময় রুবেল তাকে বলেন, ‘হ্যাঁ আমি ওসমান চেয়ারম্যানের আলমে চৌকিদারের চাকরি পাই। আর সে সময় তোমার বাবা-মাও তাকে ভোট দিয়েছিলো বলেই ওসমান চেয়ারম্যান ভোটে জিতেছিলো। এ কথার সাথে সাথে রাশেদ রুবেলকে অতর্কিতে মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাশেদ আলম বলেন, ‘আমি তাকে মারধর করিনি। একটু ধাক্কাধাক্কি হয়েছে মাত্র।’
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত বলেন, ‘আমি চিকিৎসার জন্য ঢাকায় আছি। বিষয়টি শুনেছি। তারা নিজেরাই মীমাংসা করে নিয়েছে বলে শুনেছি।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, আহত ওই গ্রাম পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞপ্তি

©দৈনিক বাংলাদেশ সমাচার 2023All rights reserved