লাল ভালোবাসা উপহার দিয়ে যুবলীগ নেতার জন্মদিন উদযাপন

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা, রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আইয়ুবুল ইসলাম তালুকদার হিমু জন্মদিন উপলক্ষে একজন মুমূর্ষু রোগীকে ব্লাড (লাল ভালোবাসা) উপহার দিয়ে ব্যাতিক্রমী জন্মদিন উদযাপন করেছেন।
আইয়ুবুল ইসলাম তালুকদার হিমু বলেন, মানবিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিলের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি এস. এম রাশেদুল আলম ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভাই এর নেতৃত্বে সকল রাজনৈতিক, সামাজিক তথা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করি। মানবিক যুবলীগের একজন কর্মী হিসেবে মানুষের কল্যাণে কিছু করতে পারলেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
তাঁর এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনে তিনি প্রশংসায় ভাসছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।