১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধির নাম
মাগুরার শালিখায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শালিখা উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিবসটি।
এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামিজক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আপামর জনসাধারণ শ্রদ্ধাবনতচিত্তে পুষ্পার্ঘ অর্পণ করেন। সকাল ৮ টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বর হতে প্রভাত ফেরি শুরু করে শহীদ মিনারে প্রাঙ্গণে শেষ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা থানার ওসি ( ভারপ্রাপ্ত) বিশারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ।
এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ট্যাগস :