১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

সাড়ে তিন লাখ খেজুর গাছের পরে ভর করে চলে ১৩ হাজার গাছির সংসার

প্রতিনিধির নাম
যশোরে ১৩ হাজার গাছির সংসার চালাচ্ছে তিন লাখ ৪৯ হাজার নয়শ’ ৫৫ টি রসওয়ালা খেজুর গাছ। এসব গাছি বছরের চারমাস খেজুর গাছ কেটে রস-গুড়-পাটালি উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন।  কৃষি অফিসের সূত্রে,  গাছির সংখ্যা ১৩ হাজার ১শ’ ৭৩ জন বলে জানিয়েছে।
 জানা গেছে, যশোর জেলায় সর্বমোট ১৬ লাখ ৪১ হাজার ১শ’ ৫৫ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা খেজুর গাছের সংখ্যা তিন লাখ ৪৯ হাজার নয়শ’ ৫৫ টি। রসবিহীন খেজুর গাছের সংখ্যা ১২ লাখ ৯১ হাজার দুশ’ টি। ২০২০ সালে ১৬ ফেব্রুয়ারি প্রস্তুতকৃত পরিসংখ্যানে এ তথ্য উল্লেখ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, যশোর সদর উপজেলায় এক লাখ ১০ হাজার পাঁচশ’ খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা খেজুর গাছ রয়েছে ৬৫ হাজার পাঁচশ’। নয়শ’ ৮০ জন গাছি এসব খেজুর গাছ কাটছেন। শার্শায় মোট খেজুর গাছ রয়েছে ৫১ হাজার আটশ’ ৫০ টি। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৪৫ হাজার পাঁচশ’ ৪০ টি। চারশ’ ৫০ জন গাছি এসব গাছ থেকে রস আহরণ করছেন। ঝিকরগাছায় মোট ৫৩ হাজার ছয়শ’ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৩৭ হাজার পাঁচশ’ ২০ টি। পাঁচশ’ ৩৫ জন গাছি এসব গাছ কেটে জীবিকা নির্বাহ করছেন। চৌগাছায় সর্বমোট ৬৮ হাজার সাতশ’ ৫০ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে ৪৪ হাজার ছয়শ’ ৮০ টি রসওয়ালা গাছ। উপজেলার পাঁচশ’ ৭৮ জন গাছি এসব গাছ কাটছেন। অভয়নগরে সর্বমোট ৪৮ হাজার ৮শ’ ৬৫ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৩৩ হাজার একশ’ ৯৫ টি। এসব গাছ পাঁচশ’ ৮৪ জন গাছি কেটে জীবিকা চালাচ্ছেন। বাঘারপাড়ায় ১২ লাখ খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৫৫ হ্জাান দুশ’ ২০ টি। চারশ’ ৬৫ জন গাছি এই গাছ কাটছেন। মণিরামপুরে মোট গাছের সংখ্যা ৮০ হাজার ২০ টি। এরমধ্যে পাঁচশ’ ১০ জন গাছি ৫০ হাজার পাঁচশ’ গাছ কাটছেন। কেশবপুরে ২৭ হাজার পাঁচশ’ ৭০ টি গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা ১৭ হাজার আটশ’ টি। দুশ’ ৮৯ জন গাছি এসব গাছ কেটে জীবিকা নির্বাহ করেন বলে কৃষি বিভাগ বলছে।
সরেজমিন সদর উপজেলার লেবুতলা, আরবপুর, চাঁচড়া, ফতেপুর, বাঘারপাড়ার, রায়পুর ইউনিয়নের গাছিদের সাথে আলাপ করে জানাগেছে, বছরের চার মাস তারা খেজুর গাছ থেকে রস আহরণ করে থাকেন।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (প্লান্ট প্রটেকশন) সৌমিত্র সরকার জানিয়েছেন, একটি খেজুর গাছ সপ্তাহে দু’বার রস দেয়। প্রতিবার আট লিটার করে রস পাওয়া যায়। সেই হিসেবে যশোর জেলার গাছিরা চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার দুশ’ ৪০ লিটার রস আহরণ করেন।
ট্যাগস :
আপডেট : ১১:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
২৮৩ বার পড়া হয়েছে

সাড়ে তিন লাখ খেজুর গাছের পরে ভর করে চলে ১৩ হাজার গাছির সংসার

আপডেট : ১১:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
যশোরে ১৩ হাজার গাছির সংসার চালাচ্ছে তিন লাখ ৪৯ হাজার নয়শ’ ৫৫ টি রসওয়ালা খেজুর গাছ। এসব গাছি বছরের চারমাস খেজুর গাছ কেটে রস-গুড়-পাটালি উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন।  কৃষি অফিসের সূত্রে,  গাছির সংখ্যা ১৩ হাজার ১শ’ ৭৩ জন বলে জানিয়েছে।
 জানা গেছে, যশোর জেলায় সর্বমোট ১৬ লাখ ৪১ হাজার ১শ’ ৫৫ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা খেজুর গাছের সংখ্যা তিন লাখ ৪৯ হাজার নয়শ’ ৫৫ টি। রসবিহীন খেজুর গাছের সংখ্যা ১২ লাখ ৯১ হাজার দুশ’ টি। ২০২০ সালে ১৬ ফেব্রুয়ারি প্রস্তুতকৃত পরিসংখ্যানে এ তথ্য উল্লেখ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, যশোর সদর উপজেলায় এক লাখ ১০ হাজার পাঁচশ’ খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা খেজুর গাছ রয়েছে ৬৫ হাজার পাঁচশ’। নয়শ’ ৮০ জন গাছি এসব খেজুর গাছ কাটছেন। শার্শায় মোট খেজুর গাছ রয়েছে ৫১ হাজার আটশ’ ৫০ টি। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৪৫ হাজার পাঁচশ’ ৪০ টি। চারশ’ ৫০ জন গাছি এসব গাছ থেকে রস আহরণ করছেন। ঝিকরগাছায় মোট ৫৩ হাজার ছয়শ’ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৩৭ হাজার পাঁচশ’ ২০ টি। পাঁচশ’ ৩৫ জন গাছি এসব গাছ কেটে জীবিকা নির্বাহ করছেন। চৌগাছায় সর্বমোট ৬৮ হাজার সাতশ’ ৫০ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে ৪৪ হাজার ছয়শ’ ৮০ টি রসওয়ালা গাছ। উপজেলার পাঁচশ’ ৭৮ জন গাছি এসব গাছ কাটছেন। অভয়নগরে সর্বমোট ৪৮ হাজার ৮শ’ ৬৫ টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৩৩ হাজার একশ’ ৯৫ টি। এসব গাছ পাঁচশ’ ৮৪ জন গাছি কেটে জীবিকা চালাচ্ছেন। বাঘারপাড়ায় ১২ লাখ খেজুর গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা রয়েছে ৫৫ হ্জাান দুশ’ ২০ টি। চারশ’ ৬৫ জন গাছি এই গাছ কাটছেন। মণিরামপুরে মোট গাছের সংখ্যা ৮০ হাজার ২০ টি। এরমধ্যে পাঁচশ’ ১০ জন গাছি ৫০ হাজার পাঁচশ’ গাছ কাটছেন। কেশবপুরে ২৭ হাজার পাঁচশ’ ৭০ টি গাছ রয়েছে। এরমধ্যে রসওয়ালা ১৭ হাজার আটশ’ টি। দুশ’ ৮৯ জন গাছি এসব গাছ কেটে জীবিকা নির্বাহ করেন বলে কৃষি বিভাগ বলছে।
সরেজমিন সদর উপজেলার লেবুতলা, আরবপুর, চাঁচড়া, ফতেপুর, বাঘারপাড়ার, রায়পুর ইউনিয়নের গাছিদের সাথে আলাপ করে জানাগেছে, বছরের চার মাস তারা খেজুর গাছ থেকে রস আহরণ করে থাকেন।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (প্লান্ট প্রটেকশন) সৌমিত্র সরকার জানিয়েছেন, একটি খেজুর গাছ সপ্তাহে দু’বার রস দেয়। প্রতিবার আট লিটার করে রস পাওয়া যায়। সেই হিসেবে যশোর জেলার গাছিরা চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার দুশ’ ৪০ লিটার রস আহরণ করেন।