সিরাজগঞ্জ জেলা প্রশাসনর আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে , “স্মার্ট ফোনে আসক্তিঃ পড়াশোনারক্ষতি” এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা- ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলায় ৩৬টি স্টল করা হয়েছে ।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০ টায় শহরের এম মনসুর আলী অডিটোরিয়াম উক্ত মেলার উদ্বোধন করেন এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সহকারি কমিশনার ইশরাত জাহান।
বিজ্ঞান বিষয়ক সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট, আলহাজ্ব কে,এম হোসেন আলী হাসান,
সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস, এম মনোয়ার হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে।
সেমিনারে বক্তাগণ বলেন, সকল শিক্ষার্থীদের স্মার্ট ফোনে আসক্তিকর কোন কিছু দেখা যাবেনা এবং খারাপ দিকগুলো ব্যবহার করা যাবে না। রাত জেগে অনর্থক স্মার্ট ফোনে কথা বলা থেকেও বিরত থাকতে হবে। এ বিষয়ে সকল অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশু শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া স্মার্ট ফোন ব্যবহার করা যাবে না।