০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সুন্দরগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবার জরিমানা

প্রতিনিধির নাম
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবার ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কালিতলা গ্রামের গোয়ালপাড়ার বাবু চন্দ্র তার মেয়ে দশম শেণির ছাত্রি কুমারী বন্যা রাণীর (১৬) বিয়ের আয়োজন করেছিল গত সোমবার রাতে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। এসময় তিনি ওই ছাত্রী ও তার বাবাকে আটক করেন। পরে রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ ওই ছাত্রীর বাবা বাবু চন্দ্রের ৫ হাজার টাকা জরিমানা করেন । এছাড়া ওই ছাত্রির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় ছেড়ে দেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ নিশ্চিত করেন।
ট্যাগস :