সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাতে আপনাকে স্বাগতম! বাংলাদেশ সমাচার পড়ুন,বিজ্ঞাপন দিন সহযোগী হোন! বাংলাদেশ সমাচার পড়ুন বেকারত্ব দূর করুন ।
শিরোনাম :
ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী তারুণ্যের সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউটে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণের  উদ্বোধন প্ল্যান্ট টিস্যু কালচারের উপর হাতে কলমে প্রশিক্ষণ মহিপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল”নওগাঁয় ওবায়দুল কাদের ভূরুঙ্গামারীতে  তরুণীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে আটক১  কৃষকদের নিয়ে পদ্ধতি প্রদর্শনী সভা- ঠাকুরগাঁও সুগার মিলস্ বিজয়নগর এক প্রধান শিক্ষক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ “হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত”

স্বামীকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্ত্রীর জবানবন্দি 

শাহজাদপুর  বেতকান্দি  করতোয়া নদী থেকে গত শনিবার দুপুরে হাত পা বাধা অবস্থায় শরিফুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার  করে পুলিশ। তার দুদিন পর হত্যার দায় স্বীকার করে সোমবার বিকেলে শাহজাদপুর আমলী আদালতে  নিহত শরিফুলের স্ত্রী ফারজানা জবানবন্দি দেয়।  শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী জবানবন্দি লিপিবদ্ধ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোপাল চন্দ্র এ তথ্য নিশ্চিত করে বলেন
 ফারাজানা বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।জবাবন্দী নেওয়ার পর ফারজানাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে নিহত শরিফুলের মা  সূর্য বানু  বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।সোমবার  ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফারজানাকে আদালতে হাজির করা হয়। নিহত শরিফুল ইসলাম উপজেলার আগনুকালী গ্রামের মৃত আবুসামার ছেলে।
জানা যায়, দেড়মাস আগে শরিফুলের সাথে ফারজানার বিয়ে হয়।গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের  জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায়  লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ  লাশ উদ্ধার করে। শরিফুলের স্বজনেরা  লাশটি  শনাক্ত করে।
শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফারজানা সহ ৪জনকে আটক করা হয়। এই দিন নিহতের মা সূর্য বানু অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে নিহত শরিফুলের স্ত্রী ফারজানা খাতুন গভীর রাতে শরিফুলকে নদীর ধারে নিয়ে গিয়ে প্রতারণা করে হাত পা বেঁধে করতোয়া নদীতে ডুবিয়ে হত্যার কথা  স্বীকার করেন।
তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টায় ফারজানা খাতুনকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। দীর্ঘ সময় আদালতে বিচারকের সামনে ১৬৪ ধারায় সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে বিচারক তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন##


বিজ্ঞপ্তি

©দৈনিক বাংলাদেশ সমাচার 2023All rights reserved