০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
হাতির পায়ে পিষ্ট হয়ে জায়গিরদার নিহত

প্রতিনিধির নাম
দলছুট বন্যহাতিকে তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে কক্সবাজারের চকরিয়ায় মো. রহমত উল্লাহ (২৯) নামের এক বন জায়গিরদার (ভিলেজার) নিহত হয়েছেন। এ সময় ওই বন্যহাতি বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর ছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি করেছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভেওলা মানিকচর ও কৈয়ারবিল ইউনিয়নের মধ্যবর্তী এলাকার খিলছাদকে এ ঘটনা ঘটে।
নিহত মো. রহমত আলী ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা এলাকার আবদুস সালামের ছেলে। তিনি ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ভিলেজার হিসেবে কর্মরত ছিল।
এদিকে দলছুট বন্যহাতিকে তাড়াতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং চকরিয়া থানা পুলিশের পৃথক টিম কাজ করছে।
ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও ভিলেজারদের নিয়ে হাতিটিকে বনে ফেরাতে ঘটনাস্থলে যায়। এসময় দলছুট বন্যহাতিকে ফেরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বনবিভাগের ভিলেজার রহমত আলী মারা যায়। হাতিকে বনে ফেরানোর চেষ্টা অব্যাহত আছে।
ট্যাগস :