হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী সাহেবের হত্যা মামলা কি থেমে গেল ?

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন এক বিবৃতিতে বলেন হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী সাহেবের হত্যা মামলা কি থেমে গেল কিনা ? বাংলার মানুষ জানতে চায়। মাওলানা ইসমাঈল হুসাইন বলেন আহমদ শফী সাহেবকে যেভাবে হুজুরের হাটহাজারী মাদ্রাসার কক্ষে নির্যাতন করা হয়েছে এবং হুজুরের রুমের আসবাবপত্র ভেঙ্গে চুরে তছনছ করেছিল। তারপর আহমদ শফি সাব হুজুর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়িত করে ঢাকা আজগর আলী মেডিকেল এ এনে ভর্তি করা হয় ও হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী সাহেবের মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য আজগর আলী মেডিকেল এ অক্সিজেন খুলে দেওয়া হয়। এই বিষয়গুলো বিভিন্ন মিডিয়ায় এবং আহমদ শফি সাব হুজুরের ভক্তবৃন্দ প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির পক্ষ থেকে এর সঠিক তদন্ত করে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আমরা জোর দাবি জানিয়েছিলাম। কিন্তু যারা এতদিন আহমদ শফি সাব হুজুরের হত্যার বিচার চেয়েছিল তারা বর্তমানে কেন নিশ্চুপ ? বাংলার জনগণ জানতে চায়। আমরা বলতে চাই এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা আহমদ শফী সাহেব ছিলেন বড় মাপের আলেম ও আধ্যাত্মিক জ্ঞানী আহমদ শফি সাব হুজুর কে কিছু লোভী লোকেরা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আহমদ শফি সাব হুজুর কে হত্যা করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই হত্যাকারীদের বিচার দেখতে চাই। বার্তা প্রেরক মাওলানা শাহ মোঃ ওমর ফারুক যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।