০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

‌যুবকরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌বে ” শেরপু‌রের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার

প্রতিনিধির নাম
দক্ষ যুব সমৃদ্ধ দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রশিক্ষণ নিন , আত্মকর্মী হোন ”  এ স্লোগান কে সাম‌নে রে‌খে সামা‌জিক কর্মকান্ড ও স্বেচ্ছা‌সেবামূলক কা‌জে যুব‌দের ভূ‌মিকা শীর্ষক জনস‌চেতনতামূলক এক প্রশিক্ষণ শেরপু‌রের বা‌জিত‌খিলায় যুব বিজ্ঞান  আই‌সি‌টি ও সাংস্কৃ‌তিক ক্লা‌বে  ১৮ জানুয়ারী মঙ্গলবার অনু‌ষ্ঠিত  হয় ।
শেরপুর যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোঃ জোহা‌য়ের আলী মিয়ার সভাপ‌তি‌ত্বে
উক্ত জনস‌চেতনামূলক প্রশিক্ষ‌ণের অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মেহনাজ ফের‌দৌস উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শেরপুর সদর ।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোঃ হা‌মিদুর রহমান , উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেরপুর সদর , মোঃ বিল্লাল হো‌সেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শেরপুর সদর , মোঃ বাবুল মিয়া বাবলু  ,প্রশিক্ষক উপ‌জেলা যুব উন্নয়ন , মোঃ আব্দুস সাত্তার র‌নি সভাপ‌তি যুব বিজ্ঞান আই‌সি‌টি ও সাংস্কৃতিক ক্লাব বা‌জিত‌খিলা , মোঃ জু‌য়েল মিয়া সাধারণ সম্পাদক অত্র ক্লাব , মোঃ ফজলুল ক‌রিম সাংগঠ‌নিক সম্পাদক , মোঃ উমর ফারুক সে‌লিম সহসভাপ‌তি যুব বিজ্ঞান আই‌সি‌টি ও সাংস্কৃ‌তিক ক্লাব সহ অত্র ক্লা‌বের সকল সদস‌‌্যবৃন্দ এবং সর্বস্ত‌রের জনসাধারণ ।
অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি মেহনাজ ফের‌দৌসী বল‌লেন,  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে দক্ষ যুবশ‌ক্তির বিকল্প নে‌ই । যুবকরা যা‌তে বিপ‌থে না যায় সেজন‌্য যুবক যুবতী‌দের প্রশিক্ষ‌ণের বিকল্প নে‌ই ।
তি‌নি আ‌রো বল‌লেন , যুবা‌দের প্রশিক্ষণ গ্রহণ ক‌রে নি‌জে‌দের প‌রিবার , সমাজ ও দেশ গঠ‌নে অগ্রনী ভূ‌মিকা রাখ‌তে পা‌রে ।
ক্ষ‌তিকর মোবাইল গেমস ও ভি‌ডিও দে‌খে যুবশ‌ক্তি  বিপ‌থে যা‌চ্ছে ব‌লে তি‌নি উ‌ল্লেখ‌্য ক‌রেন ।
মেহনাজ ফের‌দৌসী ব‌লেন আমা‌দের প‌রিবা‌রের দি‌কেও  খেয়াল রাখ‌তে হ‌বে ।
বি‌শেষ অ‌তি‌থি মোঃ হা‌মিদুর রহমান ব‌লেন , যুব উন্নয়ন অ‌ধিদপ্তর প্রশিক্ষ‌ণের মাধ‌্যমে বেকারত্ব দূরীকর‌ণে বি‌শেষ ভূ‌মিকা পালন কর‌ছে ।
প‌রি‌শে‌ষে উক্ত অনুষ্ঠা‌নের সভাপ‌তি মোঃ জোহা‌য়ের আলী মিয়া সমাপনী বক্তব্যে বা‌জিত‌খিলা যুব বিজ্ঞান আই‌সি‌টি ও সাংস্কৃ‌তিক ক্লা‌বের বি‌ভিন্ন সামা‌জিক কা‌জের জন‌্য ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন ।
ট্যাগস :
আপডেট : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
১৪২ বার পড়া হয়েছে

‌যুবকরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌বে ” শেরপু‌রের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার

আপডেট : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
দক্ষ যুব সমৃদ্ধ দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রশিক্ষণ নিন , আত্মকর্মী হোন ”  এ স্লোগান কে সাম‌নে রে‌খে সামা‌জিক কর্মকান্ড ও স্বেচ্ছা‌সেবামূলক কা‌জে যুব‌দের ভূ‌মিকা শীর্ষক জনস‌চেতনতামূলক এক প্রশিক্ষণ শেরপু‌রের বা‌জিত‌খিলায় যুব বিজ্ঞান  আই‌সি‌টি ও সাংস্কৃ‌তিক ক্লা‌বে  ১৮ জানুয়ারী মঙ্গলবার অনু‌ষ্ঠিত  হয় ।
শেরপুর যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোঃ জোহা‌য়ের আলী মিয়ার সভাপ‌তি‌ত্বে
উক্ত জনস‌চেতনামূলক প্রশিক্ষ‌ণের অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মেহনাজ ফের‌দৌস উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শেরপুর সদর ।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোঃ হা‌মিদুর রহমান , উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেরপুর সদর , মোঃ বিল্লাল হো‌সেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শেরপুর সদর , মোঃ বাবুল মিয়া বাবলু  ,প্রশিক্ষক উপ‌জেলা যুব উন্নয়ন , মোঃ আব্দুস সাত্তার র‌নি সভাপ‌তি যুব বিজ্ঞান আই‌সি‌টি ও সাংস্কৃতিক ক্লাব বা‌জিত‌খিলা , মোঃ জু‌য়েল মিয়া সাধারণ সম্পাদক অত্র ক্লাব , মোঃ ফজলুল ক‌রিম সাংগঠ‌নিক সম্পাদক , মোঃ উমর ফারুক সে‌লিম সহসভাপ‌তি যুব বিজ্ঞান আই‌সি‌টি ও সাংস্কৃ‌তিক ক্লাব সহ অত্র ক্লা‌বের সকল সদস‌‌্যবৃন্দ এবং সর্বস্ত‌রের জনসাধারণ ।
অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি মেহনাজ ফের‌দৌসী বল‌লেন,  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে দক্ষ যুবশ‌ক্তির বিকল্প নে‌ই । যুবকরা যা‌তে বিপ‌থে না যায় সেজন‌্য যুবক যুবতী‌দের প্রশিক্ষ‌ণের বিকল্প নে‌ই ।
তি‌নি আ‌রো বল‌লেন , যুবা‌দের প্রশিক্ষণ গ্রহণ ক‌রে নি‌জে‌দের প‌রিবার , সমাজ ও দেশ গঠ‌নে অগ্রনী ভূ‌মিকা রাখ‌তে পা‌রে ।
ক্ষ‌তিকর মোবাইল গেমস ও ভি‌ডিও দে‌খে যুবশ‌ক্তি  বিপ‌থে যা‌চ্ছে ব‌লে তি‌নি উ‌ল্লেখ‌্য ক‌রেন ।
মেহনাজ ফের‌দৌসী ব‌লেন আমা‌দের প‌রিবা‌রের দি‌কেও  খেয়াল রাখ‌তে হ‌বে ।
বি‌শেষ অ‌তি‌থি মোঃ হা‌মিদুর রহমান ব‌লেন , যুব উন্নয়ন অ‌ধিদপ্তর প্রশিক্ষ‌ণের মাধ‌্যমে বেকারত্ব দূরীকর‌ণে বি‌শেষ ভূ‌মিকা পালন কর‌ছে ।
প‌রি‌শে‌ষে উক্ত অনুষ্ঠা‌নের সভাপ‌তি মোঃ জোহা‌য়ের আলী মিয়া সমাপনী বক্তব্যে বা‌জিত‌খিলা যুব বিজ্ঞান আই‌সি‌টি ও সাংস্কৃ‌তিক ক্লা‌বের বি‌ভিন্ন সামা‌জিক কা‌জের জন‌্য ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন ।