০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেওয়া হয়েছে

প্রতিনিধির নাম

ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরাইলি প্রতিনিধিদলকে বের করে দেওয়া হয়।

সম্মেলনস্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকাবিষয়ক উপমহাপরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মিনিট তর্কবিতর্ক করার পর সম্মেলনস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্কবিতর্ক হয়।

সেই সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া সেই সময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল, তাতে বর্ণবাদী সরকারকে কোনোমতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।

ট্যাগস :
আপডেট : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
১০২ বার পড়া হয়েছে

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেওয়া হয়েছে

আপডেট : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরাইলি প্রতিনিধিদলকে বের করে দেওয়া হয়।

সম্মেলনস্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকাবিষয়ক উপমহাপরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মিনিট তর্কবিতর্ক করার পর সম্মেলনস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্কবিতর্ক হয়।

সেই সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া সেই সময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল, তাতে বর্ণবাদী সরকারকে কোনোমতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।