১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে শেখ কামাল সেন্টার শীঘ্রই হবে: পলক

প্রতিনিধির নাম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আঠারো লক্ষ মানুষের তরুণ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার দুই একর জায়গায় বারো তলা বিশিষ্ট শেখ কামাল সেন্টারের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। যেখানে প্রতি বছর এক হাজারের বেশি তরুণদের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করা যাবে।
শনিবার (৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের’ উদ্যোগে এই উদ্যোক্তা সম্মেলন ও আম মেলা হয়।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একটা সরকার বিদ্যুতের দাবি করলে গুলি করে মেরে ফেলেন আর আরেকজন প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেন। বাংলাদেশকে আজকে দরিদ্ররাষ্ট্র থেকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন জননেত্রী শেখ হাসিনা তাঁর সততা পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ২৫ হাজার নারী উদ্যোক্তাকে প্রতিষ্ঠিত করতে প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, নারীদের যিনি যে সেক্টরে দক্ষ বা আগ্রহী তাকে সেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে। পাশাপাশি তারা যাতে ব্যবসা শুরু করতে পারে এ জন্য নগদ ৫০ হাজার পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। নারী উদ্যোক্তা তৈরিকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইবনাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ প্রমুখ।
একদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ এসে প্রতিমন্ত্রী কানেক্টড বাংলাদেশ প্রকল্প ও ইনফো সরকার-৩ প্রকল্প ছাড়াও কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।

ট্যাগস :
আপডেট : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
৭৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে শেখ কামাল সেন্টার শীঘ্রই হবে: পলক

আপডেট : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আঠারো লক্ষ মানুষের তরুণ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার দুই একর জায়গায় বারো তলা বিশিষ্ট শেখ কামাল সেন্টারের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। যেখানে প্রতি বছর এক হাজারের বেশি তরুণদের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করা যাবে।
শনিবার (৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও আম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের’ উদ্যোগে এই উদ্যোক্তা সম্মেলন ও আম মেলা হয়।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একটা সরকার বিদ্যুতের দাবি করলে গুলি করে মেরে ফেলেন আর আরেকজন প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য তিনি দিনরাত পরিশ্রম করেন। বাংলাদেশকে আজকে দরিদ্ররাষ্ট্র থেকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন জননেত্রী শেখ হাসিনা তাঁর সততা পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ২৫ হাজার নারী উদ্যোক্তাকে প্রতিষ্ঠিত করতে প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, নারীদের যিনি যে সেক্টরে দক্ষ বা আগ্রহী তাকে সেই প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে। পাশাপাশি তারা যাতে ব্যবসা শুরু করতে পারে এ জন্য নগদ ৫০ হাজার পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। নারী উদ্যোক্তা তৈরিকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইবনাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ প্রমুখ।
একদিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ এসে প্রতিমন্ত্রী কানেক্টড বাংলাদেশ প্রকল্প ও ইনফো সরকার-৩ প্রকল্প ছাড়াও কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।