০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

জমি  সংক্রান্ত  বিরোধে  জের ধরে এক পরিবার অবরুদ্ধ

প্রতিনিধির নাম
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা ৭ নং রহিমগঞ্জ   ইউনিয়নে চংপলাশিয়া গ্রামের মোঃ আব্দুর রহিম খান পিতা মৃত মফিজ উদ্দিন খান এর পৈত্রিক স্বত্বে ক্রয়কৃত ভুমি ভোগ দখলে থাকা ১৯ শতাংশ ভূমিতে  রোপনকৃত বোর ধান কাটতে গেলে একই বংশের আতাউল্লাহ খান জাডু পিতাঃ মনির উদ্দিন খান নজরুল ইসলাম খান পিতা কমল উদ্দিন খান গং আব্দুর রহিমদের মারাত্মক ভাবে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে কিন্তু কোন অবস্থায় তাদেরকে বাড়ি হতে বের হতে দিচ্ছে না উন্নত চিকিৎসার জন্য।  এমনকি রোপণ কৃত বোরধান কেটে ঘরে তুলতে দিচ্ছে না। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসানের এবং চৌকস  পুলিশ অফিসার ইনচার্জ জনাব আবুল্লাহ আল মামুনের সহযোগিতা কামনা ক রছেন এর আব্দুর রহিমের  ভুক্তভোগী পরিবার। এলাকায় চলছে টান টান উত্তেজনা যে কোন মুহূর্তে  ঘটে তেতে রক্তক্ষয়ীসংঘর্ষ। জানা যায়, মৌজা – চংপলাশিয়া জেএল- ৫৭  নালিশীভুমি আরওআর দাগ-১১৬ শ্রেণী – কান্দা আরওআর- খতিয়ান -১৩ জমির পরিমাণ  ১৯ শতাংশ।  হাল- খতিয়ান – ১৭৩ হালদাগ – ২৭১৬
এলাকায় সরেজমিনে পরিদর্শন করতে গেলে এলাকার গণ্য মান্য ব্যক্তিরা বলেন,এমতাবস্থায় সমাধানকল্পে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এলাকার বাসিন্দারা এবং ফুলপুর উপজেলার অভিজ্ঞ মহল মনে করেন।
ট্যাগস :
আপডেট : ০৭:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
৬৯ বার পড়া হয়েছে

জমি  সংক্রান্ত  বিরোধে  জের ধরে এক পরিবার অবরুদ্ধ

আপডেট : ০৭:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা ৭ নং রহিমগঞ্জ   ইউনিয়নে চংপলাশিয়া গ্রামের মোঃ আব্দুর রহিম খান পিতা মৃত মফিজ উদ্দিন খান এর পৈত্রিক স্বত্বে ক্রয়কৃত ভুমি ভোগ দখলে থাকা ১৯ শতাংশ ভূমিতে  রোপনকৃত বোর ধান কাটতে গেলে একই বংশের আতাউল্লাহ খান জাডু পিতাঃ মনির উদ্দিন খান নজরুল ইসলাম খান পিতা কমল উদ্দিন খান গং আব্দুর রহিমদের মারাত্মক ভাবে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে কিন্তু কোন অবস্থায় তাদেরকে বাড়ি হতে বের হতে দিচ্ছে না উন্নত চিকিৎসার জন্য।  এমনকি রোপণ কৃত বোরধান কেটে ঘরে তুলতে দিচ্ছে না। এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসানের এবং চৌকস  পুলিশ অফিসার ইনচার্জ জনাব আবুল্লাহ আল মামুনের সহযোগিতা কামনা ক রছেন এর আব্দুর রহিমের  ভুক্তভোগী পরিবার। এলাকায় চলছে টান টান উত্তেজনা যে কোন মুহূর্তে  ঘটে তেতে রক্তক্ষয়ীসংঘর্ষ। জানা যায়, মৌজা – চংপলাশিয়া জেএল- ৫৭  নালিশীভুমি আরওআর দাগ-১১৬ শ্রেণী – কান্দা আরওআর- খতিয়ান -১৩ জমির পরিমাণ  ১৯ শতাংশ।  হাল- খতিয়ান – ১৭৩ হালদাগ – ২৭১৬
এলাকায় সরেজমিনে পরিদর্শন করতে গেলে এলাকার গণ্য মান্য ব্যক্তিরা বলেন,এমতাবস্থায় সমাধানকল্পে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এলাকার বাসিন্দারা এবং ফুলপুর উপজেলার অভিজ্ঞ মহল মনে করেন।