০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

ড. মো. সাদী-উজ-জামান এবং মেরিনা সাদী মেধা, মনন ও মানবিকতার এক অনুপম যুগলবন্দি

প্রতিনিধির নাম
বিরাট যাঁর ঔদার্য, অফুরন্ত যাঁর উৎসাহ, বিশাল যাঁর কর্ম উদ্দীপনা, তেমনি এক অকুতোভয় কর্মবীর, দেশের আবাসন শিল্পের এক শিল্পিত কারিগর, হাউজিং সেক্টরের এক উজ্জ্বল অরুন্ধতী, নতুনধরা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও মাসিক অপরাজেয় বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক ড. মো. সাদী-উজ-জামান। তিনি যেমন প্রজ্ঞাবান, আলোকিত তেমনি তাঁর সুযোগ্য সহধর্মিনী নতুনধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেরীনা সাদীও শুদ্ধতা ও মানবিকতার ঐশ্বর্যে উদ্ভাসিত সদা হাস্যজ্জল নির্মল এক ব্যক্তিত্ব।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম কোনো রিয়েল এস্টেট কোম্পানির এমডি হিসেবে ড. মো. সাদী-উজ-জামান ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ইতোপূর্বে রিয়েল এস্টেট সেক্টরে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন থেকে তিনি বহুবিধ পুরস্কারে পুরস্কৃত, স্বীকৃতি ও সম্মানে ভূষিত হন। তার মধ্যে উল্লেখযোগ্য-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়ার্ল্ড ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড-২০২১ অর্জন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছ থেকে অর্থকষ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড-২০২০, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-এর কাছ থেকে আইকনিক অ্যাওয়ার্ড-২০২১, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কাছ থেকে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের বিজয় সম্মাননা পদক-২০২১ এবং মালদ্বীপের আর্টস কালচার ও হ্যারিটেজ মিনিস্ট্রি, স্টেট মিনিস্টার মোহাম্মদ তৌরিক ও ডেপুটি ডিসে মিনিস্টার মােহাম্মদ ইকরামের কাছ থেকে মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন। এছাড়াও তিনি সফেন ফাউন্ডেশন কর্তৃক Excellence in Business Award-2022 লাভ করেন, এ সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
ড. মো. সাদী-উজ-জামান-এর এই ধারাবাহিক সফলতা ও সমৃদ্ধির পেছনে সর্বত দিক থেকে শক্তি, সাহস ও প্রেরণা যুগেয়ে চলেছেন তাঁর সুযোগ্য জীবনসঙ্গী মেরীনা সাদী। যার ফলে তিনি তাঁর নতুনধরা গ্রুপকে নিয়ে স্বপ্ন দেখেন, এগিয়ে যেতে চান সফলতার স্বর্ণ চূড়ায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলা যায়:- “কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী”। পরিশেষে বলা যায়, ড. মো. সাদী-উজ-জামান এবং মেরিনা সাদী; “মেধা, মনন, মানবিকতা আর সহমর্মিতার এক অনুপম যুগলবন্দী”।
ট্যাগস :
আপডেট : ১০:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
৭৬ বার পড়া হয়েছে

ড. মো. সাদী-উজ-জামান এবং মেরিনা সাদী মেধা, মনন ও মানবিকতার এক অনুপম যুগলবন্দি

আপডেট : ১০:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
বিরাট যাঁর ঔদার্য, অফুরন্ত যাঁর উৎসাহ, বিশাল যাঁর কর্ম উদ্দীপনা, তেমনি এক অকুতোভয় কর্মবীর, দেশের আবাসন শিল্পের এক শিল্পিত কারিগর, হাউজিং সেক্টরের এক উজ্জ্বল অরুন্ধতী, নতুনধরা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও মাসিক অপরাজেয় বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক ড. মো. সাদী-উজ-জামান। তিনি যেমন প্রজ্ঞাবান, আলোকিত তেমনি তাঁর সুযোগ্য সহধর্মিনী নতুনধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেরীনা সাদীও শুদ্ধতা ও মানবিকতার ঐশ্বর্যে উদ্ভাসিত সদা হাস্যজ্জল নির্মল এক ব্যক্তিত্ব।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম কোনো রিয়েল এস্টেট কোম্পানির এমডি হিসেবে ড. মো. সাদী-উজ-জামান ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ইতোপূর্বে রিয়েল এস্টেট সেক্টরে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন থেকে তিনি বহুবিধ পুরস্কারে পুরস্কৃত, স্বীকৃতি ও সম্মানে ভূষিত হন। তার মধ্যে উল্লেখযোগ্য-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়ার্ল্ড ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড-২০২১ অর্জন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছ থেকে অর্থকষ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড-২০২০, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-এর কাছ থেকে আইকনিক অ্যাওয়ার্ড-২০২১, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কাছ থেকে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের বিজয় সম্মাননা পদক-২০২১ এবং মালদ্বীপের আর্টস কালচার ও হ্যারিটেজ মিনিস্ট্রি, স্টেট মিনিস্টার মোহাম্মদ তৌরিক ও ডেপুটি ডিসে মিনিস্টার মােহাম্মদ ইকরামের কাছ থেকে মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন। এছাড়াও তিনি সফেন ফাউন্ডেশন কর্তৃক Excellence in Business Award-2022 লাভ করেন, এ সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
ড. মো. সাদী-উজ-জামান-এর এই ধারাবাহিক সফলতা ও সমৃদ্ধির পেছনে সর্বত দিক থেকে শক্তি, সাহস ও প্রেরণা যুগেয়ে চলেছেন তাঁর সুযোগ্য জীবনসঙ্গী মেরীনা সাদী। যার ফলে তিনি তাঁর নতুনধরা গ্রুপকে নিয়ে স্বপ্ন দেখেন, এগিয়ে যেতে চান সফলতার স্বর্ণ চূড়ায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলা যায়:- “কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী”। পরিশেষে বলা যায়, ড. মো. সাদী-উজ-জামান এবং মেরিনা সাদী; “মেধা, মনন, মানবিকতা আর সহমর্মিতার এক অনুপম যুগলবন্দী”।