১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

দিনাজপুর বিরলে এবার আগামি কোরবানির ঈদের পশুর হাটের নজর কাড়বে দুই রাজাবাবু

প্রতিনিধির নাম

এবারে কুরবানী ঈদে ক্রেতাদের নজর কাড়বে দুই রাজা বাবু। রাজা বাবু কোন ব্যক্তির নাম নয় এটি দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়ন পরিষদের বহলা হাজীপাড়া গ্রামের মৃত রমজান আলী ও মৃত মোসলেমা বেগম এর পুত্র সন্তান মোঃ বাবু হোসেনের পালিত শাহিওয়াল উন্নত জাতের লাল রঙের দুটি ষাড় গরু এ বছরের দিনাজপুরের সর্ববৃহৎ কোরবানির পশু হিসেবে ধরা হচ্ছে এই ষাড় দুইটিকে। তাইতো আদর করে একটি নাম বড় রাজা বাবু ও অপরটির নাম ছোট রাজা বাবু গরু দুটির নাম দিয়েছে খামারি । খামারী বাবু হোসেন পেশায় একজন কৃষক। একান্ত আলাপ আলোচনার মাধ্যমে সাংবাদিক দেরকে জানান, প্রায় তিন বছর যাবৎ গরু পালছেন। ঐ ষাঁড়দুইটির জন্য প্রতিদিন বাজেট রয়েছে ২৫০০/দুই হাজারপাঁচশত টাকা আর খাবারের মেন্যুতে থাকে নিয়মিত কলা,চিড়া,বেলের শরবত,মালটা, বিজলী, ভূসি ও ভূট্টার আটা, চালের খুদ বুটের খোসা সহ অন্যান্য দামি খাবার । শুধু আদর যত্নে নয় রাজাবাবু স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে সর্বক্ষণ চিকিৎসকও রাতে রয়েছে পাহারাদার ।তিনি আরো জানান আমার বড় রাজাবাবু বয়স হলো চার দাত এবং ৮ ফুট লম্বা সাড়ে ৬ ফুট উচ্চতা । আর ৩ বছরে ওজন দাড়িয়েছে প্রায় ২৫মণ, আনুমানিক মূল্য প্রায় ১৫লক্ষ টাকা । আর আমার ছোট রাজাবাবুর বয়স প্রায় দুই বছর আগর দাঁত ওজন প্রায় ৭থেকে ৮ মন আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। যদিও আমার৷ আনুমানিক মূল্য প্রায় নির্ধারণ করা আছে তারপরেও অবশ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরদাম করা যাবে বলে তিনি জানান । পালিত গরু দুইটি নিয়ে অনেক আশার আলো দেখছেন বাবু হোসেনের পরিবারের সদস্যরা। যে সমস্ত ভাই ও বোনেরা আমার গরু দুইটিকে ক্রয় করিতে ইচ্ছুক প্রকাশ করেন তাহাদেরকে উপরের উল্লেখিত ঠিকানায় ও মোবাইল ফোন নম্বরে ০১৭৪৪৯২২৪১০ যোগাযোগের জন্য বলা হল। অনুরোধক্রমে খামারের মালিক মোহাম্মদ বাবু বিরল দিনাজপুর।

ট্যাগস :
আপডেট : ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
১৪০ বার পড়া হয়েছে

দিনাজপুর বিরলে এবার আগামি কোরবানির ঈদের পশুর হাটের নজর কাড়বে দুই রাজাবাবু

আপডেট : ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

এবারে কুরবানী ঈদে ক্রেতাদের নজর কাড়বে দুই রাজা বাবু। রাজা বাবু কোন ব্যক্তির নাম নয় এটি দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়ন পরিষদের বহলা হাজীপাড়া গ্রামের মৃত রমজান আলী ও মৃত মোসলেমা বেগম এর পুত্র সন্তান মোঃ বাবু হোসেনের পালিত শাহিওয়াল উন্নত জাতের লাল রঙের দুটি ষাড় গরু এ বছরের দিনাজপুরের সর্ববৃহৎ কোরবানির পশু হিসেবে ধরা হচ্ছে এই ষাড় দুইটিকে। তাইতো আদর করে একটি নাম বড় রাজা বাবু ও অপরটির নাম ছোট রাজা বাবু গরু দুটির নাম দিয়েছে খামারি । খামারী বাবু হোসেন পেশায় একজন কৃষক। একান্ত আলাপ আলোচনার মাধ্যমে সাংবাদিক দেরকে জানান, প্রায় তিন বছর যাবৎ গরু পালছেন। ঐ ষাঁড়দুইটির জন্য প্রতিদিন বাজেট রয়েছে ২৫০০/দুই হাজারপাঁচশত টাকা আর খাবারের মেন্যুতে থাকে নিয়মিত কলা,চিড়া,বেলের শরবত,মালটা, বিজলী, ভূসি ও ভূট্টার আটা, চালের খুদ বুটের খোসা সহ অন্যান্য দামি খাবার । শুধু আদর যত্নে নয় রাজাবাবু স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে সর্বক্ষণ চিকিৎসকও রাতে রয়েছে পাহারাদার ।তিনি আরো জানান আমার বড় রাজাবাবু বয়স হলো চার দাত এবং ৮ ফুট লম্বা সাড়ে ৬ ফুট উচ্চতা । আর ৩ বছরে ওজন দাড়িয়েছে প্রায় ২৫মণ, আনুমানিক মূল্য প্রায় ১৫লক্ষ টাকা । আর আমার ছোট রাজাবাবুর বয়স প্রায় দুই বছর আগর দাঁত ওজন প্রায় ৭থেকে ৮ মন আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। যদিও আমার৷ আনুমানিক মূল্য প্রায় নির্ধারণ করা আছে তারপরেও অবশ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরদাম করা যাবে বলে তিনি জানান । পালিত গরু দুইটি নিয়ে অনেক আশার আলো দেখছেন বাবু হোসেনের পরিবারের সদস্যরা। যে সমস্ত ভাই ও বোনেরা আমার গরু দুইটিকে ক্রয় করিতে ইচ্ছুক প্রকাশ করেন তাহাদেরকে উপরের উল্লেখিত ঠিকানায় ও মোবাইল ফোন নম্বরে ০১৭৪৪৯২২৪১০ যোগাযোগের জন্য বলা হল। অনুরোধক্রমে খামারের মালিক মোহাম্মদ বাবু বিরল দিনাজপুর।