০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

নবাবগঞ্জে স্বপ্নপুরীর কর্মচারীদের লাঠিসোটা ও লোহার রডের আঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষকসহ ১০ জন আহত,আটক-৮

প্রতিনিধির নাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দিনাজপুরের নবাবগঞ্জ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে শিক্ষা সফরে এসে ছাত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় হামলার ঘটনা শিকার হয়েছে। এতে শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এক নারীসহ ৮ জনকে আটক করছে পুলিশ।গতকাল রোববার রাত ৮ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পর্ট স্বপ্নপুরীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক শিক্ষা সফরে স্বপ্নপুরী পিকনিক স্পর্টে আসেন। সেখানে রাইডসে ওঠার সময় স্বপ্নপুরীর কর্মচারীরা এক ছাত্রীকে উত্যক্ত করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা চালায়।এতে শিক্ষকসহ ১০ জন আহত হন। এরপর নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে ৫ জন শিক্ষার্থী গুরুতর জখম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দিন জানান,বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন শেষে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরিতে যাই। সেখানে এক কর্মচারি আমার এক ছাত্রীকে ইভটিচিং করে। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তারা চড়াও হয়ে অতর্কিত হামলা করে আহত করে। চিকিৎসার জন্য বেরিয়ে যেতে চাইলে তারা আমাদের বেরহতে দেয়নি। এরপর নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন। এ বিষয়ে স্বপ্নপুরীর ব্যবস্থাপক মিজানুর রহমানের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনটি কেটে দেন।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ ফুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় এক নারীসহ ৮ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
আপডেট : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
৭৭ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে স্বপ্নপুরীর কর্মচারীদের লাঠিসোটা ও লোহার রডের আঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষকসহ ১০ জন আহত,আটক-৮

আপডেট : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দিনাজপুরের নবাবগঞ্জ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে শিক্ষা সফরে এসে ছাত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় হামলার ঘটনা শিকার হয়েছে। এতে শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এক নারীসহ ৮ জনকে আটক করছে পুলিশ।গতকাল রোববার রাত ৮ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পর্ট স্বপ্নপুরীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪তম ব্যাচের ৭৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক শিক্ষা সফরে স্বপ্নপুরী পিকনিক স্পর্টে আসেন। সেখানে রাইডসে ওঠার সময় স্বপ্নপুরীর কর্মচারীরা এক ছাত্রীকে উত্যক্ত করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে স্বপ্নপুরীর কর্মচারীরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা চালায়।এতে শিক্ষকসহ ১০ জন আহত হন। এরপর নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে ৫ জন শিক্ষার্থী গুরুতর জখম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দিন জানান,বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন শেষে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরিতে যাই। সেখানে এক কর্মচারি আমার এক ছাত্রীকে ইভটিচিং করে। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তারা চড়াও হয়ে অতর্কিত হামলা করে আহত করে। চিকিৎসার জন্য বেরিয়ে যেতে চাইলে তারা আমাদের বেরহতে দেয়নি। এরপর নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন। এ বিষয়ে স্বপ্নপুরীর ব্যবস্থাপক মিজানুর রহমানের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনটি কেটে দেন।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ ফুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় এক নারীসহ ৮ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।