০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

বিরলে পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চন ব্রীজের উপর জামাইকে মারধর

প্রতিনিধির নাম

দিনাজপুর বিরল উপজেলায় উত্তর রঘুনাথপর (খাজিরপাড়া) ৭নং মঙ্গলপুর ইউপির স্থায়ী বাসিন্দা রামন মেডিসিন মার্ট, প্রোঃ আব্দুল্লাহ আল রাকিব, মঙ্গলপুর বাজার, বিরল দিনাজপুর মনিরুজ্জামান মনিরের জামাইকে শ^শুরের জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে দিনাজপুর শহরোস্থ পূর্নভবা নদীর উপর আনুমানিক ২টার দিকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে বিবাদীরা।

ঘটনার প্রকাশ, গত রোববার আনুমানিক ২টার দিকে দিনাজপুর শহর থেকে ঔষধ কিনে পর বাড়ি ফেরার পথে হামলা এবং মারধরের শিকার হন মনিরের জামাই মোঃ রাকিবুল হোসেন। বর্তমানে রাকিবুল হোসেন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে লাঠি, পাইপ সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাকিব এ প্রতিনিধিকে জানায়, আমার কোন ব্যক্তিগত শত্রæ ছিল না। আমার শ^শ^রের সাথে দ্ব›দ্ব ছিল। তবে আমাকে কেন মারা হল আমি জানি না। তিনি বলেন, দিনাজপুর শহরোস্থ বালুয়াডাঙ্গা বসবাসরত মোঃ রবিউল ইসলাম রবির পুত্র মোঃ লিলুফার রহমান রানাগং সহ প্রায় ১০/১২ জন মিলে তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর এবং রক্তান্ত জখম করে পালিয়ে যায়।
আহত রাকিব বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় তিনি বিরল থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

ট্যাগস :
আপডেট : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
৯৯ বার পড়া হয়েছে

বিরলে পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চন ব্রীজের উপর জামাইকে মারধর

আপডেট : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

দিনাজপুর বিরল উপজেলায় উত্তর রঘুনাথপর (খাজিরপাড়া) ৭নং মঙ্গলপুর ইউপির স্থায়ী বাসিন্দা রামন মেডিসিন মার্ট, প্রোঃ আব্দুল্লাহ আল রাকিব, মঙ্গলপুর বাজার, বিরল দিনাজপুর মনিরুজ্জামান মনিরের জামাইকে শ^শুরের জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে দিনাজপুর শহরোস্থ পূর্নভবা নদীর উপর আনুমানিক ২টার দিকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে বিবাদীরা।

ঘটনার প্রকাশ, গত রোববার আনুমানিক ২টার দিকে দিনাজপুর শহর থেকে ঔষধ কিনে পর বাড়ি ফেরার পথে হামলা এবং মারধরের শিকার হন মনিরের জামাই মোঃ রাকিবুল হোসেন। বর্তমানে রাকিবুল হোসেন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে লাঠি, পাইপ সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাকিব এ প্রতিনিধিকে জানায়, আমার কোন ব্যক্তিগত শত্রæ ছিল না। আমার শ^শ^রের সাথে দ্ব›দ্ব ছিল। তবে আমাকে কেন মারা হল আমি জানি না। তিনি বলেন, দিনাজপুর শহরোস্থ বালুয়াডাঙ্গা বসবাসরত মোঃ রবিউল ইসলাম রবির পুত্র মোঃ লিলুফার রহমান রানাগং সহ প্রায় ১০/১২ জন মিলে তাকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর এবং রক্তান্ত জখম করে পালিয়ে যায়।
আহত রাকিব বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় তিনি বিরল থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।