০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

বেলকুচিতে আওয়ালীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১২

প্রতিনিধির নাম
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, বেলকুচি পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেব সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল।
এবিষয়ে পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাবেল সেখ জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ভূমিকা ও স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোরণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পৌর ছাত্রলীগ সামাবেশের ডাক দেয়। কিন্তু  সমাবেশ শুরুর আগেই মেয়র রেজা ও তার সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে এসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হন।
এ ব্যাপারে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, বিকেল ৩টায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র ও রাজনৈতিক আলোচনা করছিলাম। এমন সময় এমপি আব্দুল মোমিন মন্ডলের অনুসারীরা পরিকল্পিতভাবে সংসদ সদস্যের পিএস সেলিমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীর ওপরে হামলা চালায়।
এ ঘটনায় বেলকুচি থানা অফিসার ইনচার্জ  আসলাম হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে পরে তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
আপডেট : ১২:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
৬৬ বার পড়া হয়েছে

বেলকুচিতে আওয়ালীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১২

আপডেট : ১২:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, বেলকুচি পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলা লীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিক লীগ নেতা মোতালেব সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল।
এবিষয়ে পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পাবেল সেখ জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ভূমিকা ও স্থানীয় পৌর মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোরণ নিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পৌর ছাত্রলীগ সামাবেশের ডাক দেয়। কিন্তু  সমাবেশ শুরুর আগেই মেয়র রেজা ও তার সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে এসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হন।
এ ব্যাপারে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, বিকেল ৩টায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র ও রাজনৈতিক আলোচনা করছিলাম। এমন সময় এমপি আব্দুল মোমিন মন্ডলের অনুসারীরা পরিকল্পিতভাবে সংসদ সদস্যের পিএস সেলিমের নেতৃত্বে আমাদের নেতাকর্মীর ওপরে হামলা চালায়।
এ ঘটনায় বেলকুচি থানা অফিসার ইনচার্জ  আসলাম হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে পরে তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।