০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় জায়গা করে নেওয়া সাত বাংলাদেশির মধ্যে ছাত্রলীগ নেতা দীপ্ত সাহা

প্রতিনিধির নাম
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ এর এশিয়া ক্যাটাগরির তালিকায় স্থান পেয়েছেন সাত বাংলাদেশি তরুণ। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- বুয়েট ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক দীপ্ত সাহা-সহ আজিজ আরমান, রুবাইয়াৎ ফারহান, তাসফিয়া তাসবিন, জাহ্নবী রহমান,  আনওয়ার সায়েফ এবং সারাবান তহুরা। মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে।
দীপ্ত সাহা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মী এবং বুয়েট শাখা ছাত্রলীগের উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনার সন্তান দীপ্ত সাহা বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেন। ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ছাত্ররাজনীতি করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে উদ্যোক্তা হওয়ার মানুষিকতা নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন। খামার-ই নামের একটি স্টার্টআপ বন্ধুরা মিলে শুরু করার মাধ্যমে তার যাত্রা শুরু হয়, পরবর্তীতে খামার-ই ছেড়ে দিয়ে এগ্রোশিফট নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন, যা সরাসরি মাঠ পর্যায় থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে সরাসরি ভোক্তার কাছে পৌছে দেয়৷ এগ্রোশিফট কৃষক থেকে পন্য কিনে, সরাসরি গার্মেন্টস শ্রমিক দের কাছে বিক্রি করে। এতে করে কৃষক নায্যমূল্য পায় এবং শ্রমিকসমাজ তাজা এবং নায্যমূল্যে পন্য কিনতে পারে।  সম্প্রতি ইনভেস্টমেন্ট সংগ্রহের প্রি-সীড রাউন্ডে এগ্রোশিফট ১.৮মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পায়। যা প্রি-সীড রাউন্ডে বাংলাদেশি যেকোনো স্টার্টআপদের মধ্যে সর্বোচ্চ। আমেরিকা, দুবাই, লন্ডন, সিংগাপুর এর মোট ৬টি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এগ্রোশিফট এ বিনিয়োগ করে।
বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক নেতার এই অর্জন নিঃসন্দেহে  প্রায় ৫০ লক্ষের অধিক নেতাকর্মীর সংগঠন এর সবাইকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি মাইলফলক ও উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাবসা বানিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আরো বাড়বে।
শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক বিবৃতিতে তাদের অভিনন্দন জানানো হয়। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়েছে, সৃষ্টিশীল উদ্ভাবনী কাজের মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশের ৭ তরুণ উদ্যোক্তা বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ এর তালিকায় স্থান করে নেওয়ায় স্বাধীনতার নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এতে বলা হয়, বাংলাদেশের নবরূপায়নের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের জন্য আধুনিক ও গবেষণামূলক শিক্ষা, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও মেধাভিত্তিক কর্মসংস্থানের যে বিস্তৃত ক্ষেত্র প্রস্তুত করেছেন তারই ধারাবাহিকতায় এদেশের তরুণরা বিশ্বব্যাপী বাংলাদেশের গৌরবান্বিত প্রতিনিধিত্ব করছে।তাদের এই স্বীকৃতি আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এদেশের তরুণদের অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করেন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক।
ট্যাগস :
আপডেট : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
৫৪ বার পড়া হয়েছে

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় জায়গা করে নেওয়া সাত বাংলাদেশির মধ্যে ছাত্রলীগ নেতা দীপ্ত সাহা

আপডেট : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ এর এশিয়া ক্যাটাগরির তালিকায় স্থান পেয়েছেন সাত বাংলাদেশি তরুণ। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- বুয়েট ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক দীপ্ত সাহা-সহ আজিজ আরমান, রুবাইয়াৎ ফারহান, তাসফিয়া তাসবিন, জাহ্নবী রহমান,  আনওয়ার সায়েফ এবং সারাবান তহুরা। মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে।
দীপ্ত সাহা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মী এবং বুয়েট শাখা ছাত্রলীগের উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনার সন্তান দীপ্ত সাহা বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেন। ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ছাত্ররাজনীতি করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে উদ্যোক্তা হওয়ার মানুষিকতা নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন। খামার-ই নামের একটি স্টার্টআপ বন্ধুরা মিলে শুরু করার মাধ্যমে তার যাত্রা শুরু হয়, পরবর্তীতে খামার-ই ছেড়ে দিয়ে এগ্রোশিফট নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন, যা সরাসরি মাঠ পর্যায় থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে সরাসরি ভোক্তার কাছে পৌছে দেয়৷ এগ্রোশিফট কৃষক থেকে পন্য কিনে, সরাসরি গার্মেন্টস শ্রমিক দের কাছে বিক্রি করে। এতে করে কৃষক নায্যমূল্য পায় এবং শ্রমিকসমাজ তাজা এবং নায্যমূল্যে পন্য কিনতে পারে।  সম্প্রতি ইনভেস্টমেন্ট সংগ্রহের প্রি-সীড রাউন্ডে এগ্রোশিফট ১.৮মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পায়। যা প্রি-সীড রাউন্ডে বাংলাদেশি যেকোনো স্টার্টআপদের মধ্যে সর্বোচ্চ। আমেরিকা, দুবাই, লন্ডন, সিংগাপুর এর মোট ৬টি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এগ্রোশিফট এ বিনিয়োগ করে।
বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক নেতার এই অর্জন নিঃসন্দেহে  প্রায় ৫০ লক্ষের অধিক নেতাকর্মীর সংগঠন এর সবাইকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি মাইলফলক ও উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাবসা বানিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আরো বাড়বে।
শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক বিবৃতিতে তাদের অভিনন্দন জানানো হয়। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়েছে, সৃষ্টিশীল উদ্ভাবনী কাজের মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশের ৭ তরুণ উদ্যোক্তা বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ এর তালিকায় স্থান করে নেওয়ায় স্বাধীনতার নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এতে বলা হয়, বাংলাদেশের নবরূপায়নের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের জন্য আধুনিক ও গবেষণামূলক শিক্ষা, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও মেধাভিত্তিক কর্মসংস্থানের যে বিস্তৃত ক্ষেত্র প্রস্তুত করেছেন তারই ধারাবাহিকতায় এদেশের তরুণরা বিশ্বব্যাপী বাংলাদেশের গৌরবান্বিত প্রতিনিধিত্ব করছে।তাদের এই স্বীকৃতি আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে এদেশের তরুণদের অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করেন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক।