১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

মাহবুবুল আলমকে এফবিসিসিআই সভাপতি হিসেবে পেতে চায় ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম

দেশের ব্যবসায়ী সমাজের অন্যতম শীর্ষ নেতা মাহবুবুল আলম। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএ জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন তিনি। ব্যবসায়ী নেতা অনেকেই বলছেন,তিনি এফবিসিসিআইয়ের সভাপতি হলে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন। এপ্রসঙ্গে কয়েকজন ব্যবসায়ী নেতা পজিটিভ দিকে আলোকপাত করেন। তাছাড়া আসন্ন এফবিসিসিআই নির্বাচন তথা নেতৃত্ব তৈরির এই সন্ধিক্ষণে অনেকেই আলোচনায় থাকলেও মাহবুবুল আলমকে সবাই যোগ্য মনে করছেন।

টানা পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি হয়েছেন মাহবুবুল আলম। ২০১৩ সালে প্রথম সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন খাতুনগঞ্জের এ ব্যবসায়ী। ১৯০৬ সালে যাত্রা শুরুর পর ১১৫ বছরের পুরোনো এই ব্যবসায়ী সংগঠনে টানা পাঁচবার সভাপতি হয়ে রেকর্ড গড়েন তিনি।
এম আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত নুরুল আলমের জ্যেষ্ঠ সন্তান।

মাহবুবুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং অধ্যয়নকালে চাকসুর সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবুল আলম ২০০২-২০০৪ মেয়াদে প্রথমবার, ২০০৫-২০০৬ মেয়াদে দ্বিতীয় বারের মতো চিটাগাং চেম্বার পরিচালক, ২০০৭-২০০৮ মেয়াদে সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৩-২০১৪, ২০১৫-২০১৬ এবং ২০১৭-২০১৯ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দফতর সংশ্লিষ্ট বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্টের (বিল্ড) ট্রাস্টি চেয়ারম্যান, এফবিসিসিআই’র প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালক, চেম্বার কর্তৃক মনোনীত সিডিএ’র সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটির গভর্ণিং বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক। মাহবুবুল আলম ক্রাউন স্টীল লিঃ, এম. আলম গ্যাস স্টেশন লিঃ এবং আনোয়ারা আলম ফাউন্ডেশন’র চেয়ারম্যান। এছাড়া তিনি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান, সার্জিস্কোপ হসপিটাল লিঃ’র ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, এ্যাকুয়া ফুডস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক। সমাজসেবী ও বিদোৎসাহী মাহবুবুল আলম দালাইনগর হাই স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান, এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ও গহিরা আলিয়া মাদ্রাসার গভর্ণিং বডির ভাইস চেয়ারম্যানসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

এপ্রসঙ্গে এফবিসিসিআই সহ-সভাপতি আমীন হেলালী বলেন, বরাবরই এফবিসিসিআইএ যিনি প্রেসিডেন্ট হন তিনি নিশ্চয়ই যোগ্য বলে ব্যবসায়ীরা তাকে নির্বাচিত করেন। আমি মনে করি এবারও একজন ডায়নামিক ব্যক্তি এফবিসিসিআইয়ের সভাপতি হবেন।

এফবিসিসিআই ইমপোর্ট স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ব্যবসায়ী নেতা ওমর ফারুক বলেন, আমরা একটি গঠনমূলক এফবিসিসিআই চাই। যেখানে ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা বলা হবে। ব্যবসায়ী নেতারা একে অন্যের পাশে থাকবে। আগামীতে যিনি সভাপতি হবেন তিনি যেন ব্যবসায়ীদের পালস বুঝে কাজ করেন এবং অভিজ্ঞতা সম্পন্ন হন। আমি বিশ্বাস করি চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। এমন যোগ্য মানুষই এফবিসিসিআই এর নেতৃত্বে আসা উচিত।

ট্যাগস :
আপডেট : ০৭:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
৬৭ বার পড়া হয়েছে

মাহবুবুল আলমকে এফবিসিসিআই সভাপতি হিসেবে পেতে চায় ব্যবসায়ীরা

আপডেট : ০৭:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

দেশের ব্যবসায়ী সমাজের অন্যতম শীর্ষ নেতা মাহবুবুল আলম। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএ জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন তিনি। ব্যবসায়ী নেতা অনেকেই বলছেন,তিনি এফবিসিসিআইয়ের সভাপতি হলে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন। এপ্রসঙ্গে কয়েকজন ব্যবসায়ী নেতা পজিটিভ দিকে আলোকপাত করেন। তাছাড়া আসন্ন এফবিসিসিআই নির্বাচন তথা নেতৃত্ব তৈরির এই সন্ধিক্ষণে অনেকেই আলোচনায় থাকলেও মাহবুবুল আলমকে সবাই যোগ্য মনে করছেন।

টানা পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি হয়েছেন মাহবুবুল আলম। ২০১৩ সালে প্রথম সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন খাতুনগঞ্জের এ ব্যবসায়ী। ১৯০৬ সালে যাত্রা শুরুর পর ১১৫ বছরের পুরোনো এই ব্যবসায়ী সংগঠনে টানা পাঁচবার সভাপতি হয়ে রেকর্ড গড়েন তিনি।
এম আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত নুরুল আলমের জ্যেষ্ঠ সন্তান।

মাহবুবুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং অধ্যয়নকালে চাকসুর সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবুল আলম ২০০২-২০০৪ মেয়াদে প্রথমবার, ২০০৫-২০০৬ মেয়াদে দ্বিতীয় বারের মতো চিটাগাং চেম্বার পরিচালক, ২০০৭-২০০৮ মেয়াদে সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৩-২০১৪, ২০১৫-২০১৬ এবং ২০১৭-২০১৯ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী দফতর সংশ্লিষ্ট বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্টের (বিল্ড) ট্রাস্টি চেয়ারম্যান, এফবিসিসিআই’র প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালক, চেম্বার কর্তৃক মনোনীত সিডিএ’র সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটির গভর্ণিং বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক। মাহবুবুল আলম ক্রাউন স্টীল লিঃ, এম. আলম গ্যাস স্টেশন লিঃ এবং আনোয়ারা আলম ফাউন্ডেশন’র চেয়ারম্যান। এছাড়া তিনি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান, সার্জিস্কোপ হসপিটাল লিঃ’র ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, এ্যাকুয়া ফুডস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক। সমাজসেবী ও বিদোৎসাহী মাহবুবুল আলম দালাইনগর হাই স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান, এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ও গহিরা আলিয়া মাদ্রাসার গভর্ণিং বডির ভাইস চেয়ারম্যানসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

এপ্রসঙ্গে এফবিসিসিআই সহ-সভাপতি আমীন হেলালী বলেন, বরাবরই এফবিসিসিআইএ যিনি প্রেসিডেন্ট হন তিনি নিশ্চয়ই যোগ্য বলে ব্যবসায়ীরা তাকে নির্বাচিত করেন। আমি মনে করি এবারও একজন ডায়নামিক ব্যক্তি এফবিসিসিআইয়ের সভাপতি হবেন।

এফবিসিসিআই ইমপোর্ট স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ব্যবসায়ী নেতা ওমর ফারুক বলেন, আমরা একটি গঠনমূলক এফবিসিসিআই চাই। যেখানে ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা বলা হবে। ব্যবসায়ী নেতারা একে অন্যের পাশে থাকবে। আগামীতে যিনি সভাপতি হবেন তিনি যেন ব্যবসায়ীদের পালস বুঝে কাজ করেন এবং অভিজ্ঞতা সম্পন্ন হন। আমি বিশ্বাস করি চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। এমন যোগ্য মানুষই এফবিসিসিআই এর নেতৃত্বে আসা উচিত।