০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

মেঘদূত লেখক সম্মাননা ও শিল্পী সম্মাননা-২০২২ প্রদান

প্রতিনিধির নাম

গত ১১ মার্চ ২০২২, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মেঘদুত লেখক পর্ষদ’ আয়োজিত লেখক সম্মাননা ও শিল্পী সম্মাননা- ২০২২ অনুষ্ঠিত হয়। মেঘদূত লেখক পর্ষদের সভাপতি চৌধুরী রাসেদুন্নবী-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব জনাব মো. আছাদুজ্জামান এবং আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুন্নাহার মুন্নী।
অনুষ্ঠানে মেঘদূত ষান্মাসিক সাহিত্য পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। অমর একুশে গ্রন্থমেলা -২০২২ এ মেঘদূত লেখক পর্ষদের লেখকদের প্রকাশিত বইয়ের প্রকাশনা এবং কণ্ঠশিল্পী লুৎফুন নাহার পাখির একক গানের এ্যালবাম ‘ক্ষমিও সে অপরাধ’- এর প্রকাশনা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ মেঘদূত ষান্মাসিক সাহিত্য পত্রিকার প্রশংসা করেন এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। প্রধান অতিথি শেখ সাদী খান তার বক্তব্যে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মেঘদূত লেখক পর্ষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সুন্দর সমাজ বিনির্মাণে শুদ্ধ সংস্কৃতি চর্চায় মানুষকে উদ্দীপিত করার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি জনাব মো. আছাদুজ্জামান মেঘদূতের প্রতি তার ভালোলাগার কথা প্রকাশ করেন এবং মেঘদূত সাহিত্য পত্রিকার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেঘদূত সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক তাহেরা আফরোজ তার বক্তৃতায় মেঘদূতের আত্মপ্রকাশ, মেঘদূত লেখক পর্ষদ গঠন এবং মেঘদূত সাহিত্য পত্রিকা প্রকাশের পটভুমি ও উদ্দেশ্যের কথা বর্ণনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহবায়ক প্রফেসর সেলিনা আখতার, প্রাবন্ধিক গরিব নেওয়াজ, প্রখ্যাত সেতারশিল্পী প্রফেসর রীনাত ফওজিয়া, কবি কামরুল ইসলাম চৌধুরী, সফেনের প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ড. খান আসাদুজ্জামান, কবি তাহেরা আখতার সোমা ও কবি নাশিদ নওয়াজেশ প্রমুখ । সঞ্চালনায় ছিলেন সালমা বেগম মুক্তা এবং সঞ্চিতা নাসরীন। উপস্থিত ছিলেন কবি আতিয়ার রহমান, মাহবুবা হক, শামীম আরা স্মৃতি, রাবেয়া ঝুমুর, খান আফিফা লুনা, মেহতাজ নূর, মাহমুদা আননাহাল ও মো. ছাব্বির হোসাইনসহ মেঘদূত লেখক পর্ষদের লেখকবৃন্দ।
মেঘদূত লেখক পর্ষদের সভাপতি চৌধুরী রাসেদুন্নবী মুক্তবুদ্ধি এবং জ্ঞানের চর্চার বাহন হিসাবে মেঘদূতের কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শুদ্ধ সংস্কৃতির চর্চায় মানুষকে উজ্জীবিত করে অপসংস্কৃতির রোধ এবং অসাম্প্রদায়িক চেতনাস্নাত আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য লেখক এবং সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে মেঘদূতের থিম সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লুৎফুন নাহার পাখি, তাপস ইকবাল উর্মি খানসহ মেঘদূত সাহিত্য ও সাস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। আলোচনা, সম্মাননা প্রদান এবং প্রকাশনা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগস :
আপডেট : ০৭:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
৩৯০ বার পড়া হয়েছে

মেঘদূত লেখক সম্মাননা ও শিল্পী সম্মাননা-২০২২ প্রদান

আপডেট : ০৭:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

গত ১১ মার্চ ২০২২, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মেঘদুত লেখক পর্ষদ’ আয়োজিত লেখক সম্মাননা ও শিল্পী সম্মাননা- ২০২২ অনুষ্ঠিত হয়। মেঘদূত লেখক পর্ষদের সভাপতি চৌধুরী রাসেদুন্নবী-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব জনাব মো. আছাদুজ্জামান এবং আর্কিটেকচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুন্নাহার মুন্নী।
অনুষ্ঠানে মেঘদূত ষান্মাসিক সাহিত্য পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। অমর একুশে গ্রন্থমেলা -২০২২ এ মেঘদূত লেখক পর্ষদের লেখকদের প্রকাশিত বইয়ের প্রকাশনা এবং কণ্ঠশিল্পী লুৎফুন নাহার পাখির একক গানের এ্যালবাম ‘ক্ষমিও সে অপরাধ’- এর প্রকাশনা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ মেঘদূত ষান্মাসিক সাহিত্য পত্রিকার প্রশংসা করেন এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। প্রধান অতিথি শেখ সাদী খান তার বক্তব্যে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মেঘদূত লেখক পর্ষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং সুন্দর সমাজ বিনির্মাণে শুদ্ধ সংস্কৃতি চর্চায় মানুষকে উদ্দীপিত করার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি জনাব মো. আছাদুজ্জামান মেঘদূতের প্রতি তার ভালোলাগার কথা প্রকাশ করেন এবং মেঘদূত সাহিত্য পত্রিকার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেঘদূত সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক তাহেরা আফরোজ তার বক্তৃতায় মেঘদূতের আত্মপ্রকাশ, মেঘদূত লেখক পর্ষদ গঠন এবং মেঘদূত সাহিত্য পত্রিকা প্রকাশের পটভুমি ও উদ্দেশ্যের কথা বর্ণনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহবায়ক প্রফেসর সেলিনা আখতার, প্রাবন্ধিক গরিব নেওয়াজ, প্রখ্যাত সেতারশিল্পী প্রফেসর রীনাত ফওজিয়া, কবি কামরুল ইসলাম চৌধুরী, সফেনের প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ড. খান আসাদুজ্জামান, কবি তাহেরা আখতার সোমা ও কবি নাশিদ নওয়াজেশ প্রমুখ । সঞ্চালনায় ছিলেন সালমা বেগম মুক্তা এবং সঞ্চিতা নাসরীন। উপস্থিত ছিলেন কবি আতিয়ার রহমান, মাহবুবা হক, শামীম আরা স্মৃতি, রাবেয়া ঝুমুর, খান আফিফা লুনা, মেহতাজ নূর, মাহমুদা আননাহাল ও মো. ছাব্বির হোসাইনসহ মেঘদূত লেখক পর্ষদের লেখকবৃন্দ।
মেঘদূত লেখক পর্ষদের সভাপতি চৌধুরী রাসেদুন্নবী মুক্তবুদ্ধি এবং জ্ঞানের চর্চার বাহন হিসাবে মেঘদূতের কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শুদ্ধ সংস্কৃতির চর্চায় মানুষকে উজ্জীবিত করে অপসংস্কৃতির রোধ এবং অসাম্প্রদায়িক চেতনাস্নাত আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য লেখক এবং সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে মেঘদূতের থিম সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লুৎফুন নাহার পাখি, তাপস ইকবাল উর্মি খানসহ মেঘদূত সাহিত্য ও সাস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। আলোচনা, সম্মাননা প্রদান এবং প্রকাশনা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।