১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে বাল্যবিবাহ নিরোধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সহকারী ভূমি কমিশনার সন্দ্বীপ তালুকদার’র হস্তক্ষেপ

প্রতিনিধির নাম

মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় ৫ নং কালাপুর ইউনিয়ন ০৪ নং ওর্য়াড মাজদিহি চা বাগানে বসবাসরত সুরত বাউরী-এনআইডি৫৮১৮৩২৮১৫৯২১৩ (পিতাঃ অরুন বাউরী,মাতাঃ প্রিয়বালা বাউরী) তার নিজ কন্যা রিয়া বাউরী(১৫)-কে বাল্যবিবাহ প্রদানে সিলেট জেলা, এয়ারপোর্ট থানার কালাগুল চা বাগানের হরিন্দ্র বাউরী ও খুকুমনি বাউরী ছেলে উজ্জল বাউরী’ র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আয়োজন ব্যবস্থা করেন।

অনুসন্ধানী তথ্যে জানা যায় রিয়া বাউরী(১৫)- (পিতাঃ সুরত বাউরী,মাতাঃ অন্জু বাউরী,মাজডিহি চা বাগান) মাজডিহি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় জিপিএ ২.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যাহার রোল নং- ম ২৪৭২ ও ভৈরবগন্জ উচ্চ বিদ্যালয় ভর্তি রেজিস্ট্রার ক্রমিক নং ২৭৪ ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তাহার জন্ম তারিখ সাত’ই এপ্রিল ২০০৮ খ্রি:। প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার সনদপত্রনুযায়ী বয়স ১৪বছর ১১মাস ০২ দিন চলছে।

 

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭সনের ৬ নং আইন ৮ এর সুচীতে বলা আছে, পিতা মাতা, অভিভাবক অথবা অন্য কোন ব্যক্তি আইনগতভাবে বা আইন বহির্ভূতভাবে কোন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন করিবার ক্ষেত্রে কোন কাজ করিলে অথবা করিবার অনুমতি বা নির্দেশ প্রদান করিলে অথবা স্বীয় অবহেলার কারণে বিবাহটি বন্ধ করিতে ব্যর্থ হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ ( দুই) বৎসর অনুন্য ৬ (ছয়) মাস কারাদন্ড বা অনধিক ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডনীয় হইবেন এবং অর্থদন্ড অনাদায়ে অনধিক ৩(তিন) মাস কারাদন্ড দন্ডনীয় হইবেন।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ (১০) এ বলা আছে, এই আইনে অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন আদালতের নিকট উপযুক্ত বলিয়া বিবেচিত হইলে বাল্যবিবাহের উদ্দ্যোগের সহিত জড়িত বিবাহ সম্পন্ন হয় নাই এইরুপ অভিযুক্ত যেকোন ব্যক্তি, বিধি দ্বারা নির্ধারিত ফরমে,যদি এই মর্মে মুচলেকা বা বন্ড প্রদান করেন যে,তিনি ভবিষ্যতে বাল্যবিবাহের সহিত সম্পৃক্ত হইবেন না এবং তাহার নিকটবর্তী এলাকার বাল্যবিবাহ বন্ধে উদ্দ্যোগী হইবেন তাহা হইলে মুচলেকা বা বন্ডের শর্তানুযায়ী তাহাকে তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ হইতে অব্যাহতি প্রদান করা যাইবে।

বাল্যবিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সুরত বাউরী( রিয়া বাউরী’ র পিতা) অদ্য বৃহস্পতিবার সকালে কালাপুর ইউনিয়ন পরিষদ গিয়ে রিয়া বাউরী’ র বয়স সংশোধনের জন্য স্থানীয় কয়েকজন নিয়ে সচিব অরুন দত্ত দারস্থ হন।
কালাপুর ইউনিয়ন পরিষদের সচিব অরুন দত্ত বলেন সুরত বাউরী তার নিজ কন্যা রিয়া বাউরী’ র নামে নতুনভাবে জন্মনিবন্ধন এপ্লিকেশন করেছেন।

ভৈরব গন্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুল ইসলাম মোস্তফা বলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী স্মরণ সিং এর মাধ্যমে জানতে পারি আমার স্কুল পড়ুয়া একজন ছাত্রী রিয়া বাউরী’ র (১৫)বাল্যবিবাহ দিচ্ছে পিতা মাতা তারই তথ্যানুযায়ী রিয়া বাউরী নামে উপস্হিতি হাজিরা ও ভর্তি রেজিস্ট্রার খাতায় দেখি তার জন্ম তারিখ ০৭/০৪/২০০৮ খ্রিঃ যার বয়স হিসাবনুযায়ী দাঁড়ায় ১৪বছর ১১ মাস ০২ দিন চলতেছে। যা আসলেই তার বিবাহ যোগ্য নহে অর্থ্যাৎ বাল্যবিবাহ দিচ্ছে। আমি বাল্য বিবাহ প্রতিরোধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা পদক্ষেপ নিব।

উপজেলা প্রশাসন সহকারী ভূমি কমিশনার সন্দ্বীপ তালুকদার নেতৃত্বে রিয়া বাউরী’র, পিতা সুরত বাউরী’ র কাছ থেকে বাল্য বিবাহ নিরোধ আইনে আর কখনো বাল্যবিবাহ করাবে না বলে মুচলেকা বা বন্ড সাইন ৩(তিন) জন সাক্ষীসহ স্বাক্ষর গ্রহণ করেছেন।

বাল্যবিবাহ নিরোধে আরও উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফজলু রহমান ফজলু, বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি সাধন কর্মকার, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে টিলা বাবু হাসানুজ্জামান হাসান বাবু, কালাপুর ইউনিয়ন গ্রাম পুলিশ মিটু চন্দ্র কানু সহ এলাকার স্থানীয় যুবকগণ।

ট্যাগস :
আপডেট : ০৪:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
৭৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে বাল্যবিবাহ নিরোধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সহকারী ভূমি কমিশনার সন্দ্বীপ তালুকদার’র হস্তক্ষেপ

আপডেট : ০৪:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় ৫ নং কালাপুর ইউনিয়ন ০৪ নং ওর্য়াড মাজদিহি চা বাগানে বসবাসরত সুরত বাউরী-এনআইডি৫৮১৮৩২৮১৫৯২১৩ (পিতাঃ অরুন বাউরী,মাতাঃ প্রিয়বালা বাউরী) তার নিজ কন্যা রিয়া বাউরী(১৫)-কে বাল্যবিবাহ প্রদানে সিলেট জেলা, এয়ারপোর্ট থানার কালাগুল চা বাগানের হরিন্দ্র বাউরী ও খুকুমনি বাউরী ছেলে উজ্জল বাউরী’ র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আয়োজন ব্যবস্থা করেন।

অনুসন্ধানী তথ্যে জানা যায় রিয়া বাউরী(১৫)- (পিতাঃ সুরত বাউরী,মাতাঃ অন্জু বাউরী,মাজডিহি চা বাগান) মাজডিহি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় জিপিএ ২.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যাহার রোল নং- ম ২৪৭২ ও ভৈরবগন্জ উচ্চ বিদ্যালয় ভর্তি রেজিস্ট্রার ক্রমিক নং ২৭৪ ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তাহার জন্ম তারিখ সাত’ই এপ্রিল ২০০৮ খ্রি:। প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার সনদপত্রনুযায়ী বয়স ১৪বছর ১১মাস ০২ দিন চলছে।

 

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭সনের ৬ নং আইন ৮ এর সুচীতে বলা আছে, পিতা মাতা, অভিভাবক অথবা অন্য কোন ব্যক্তি আইনগতভাবে বা আইন বহির্ভূতভাবে কোন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন করিবার ক্ষেত্রে কোন কাজ করিলে অথবা করিবার অনুমতি বা নির্দেশ প্রদান করিলে অথবা স্বীয় অবহেলার কারণে বিবাহটি বন্ধ করিতে ব্যর্থ হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ ( দুই) বৎসর অনুন্য ৬ (ছয়) মাস কারাদন্ড বা অনধিক ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডনীয় হইবেন এবং অর্থদন্ড অনাদায়ে অনধিক ৩(তিন) মাস কারাদন্ড দন্ডনীয় হইবেন।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ (১০) এ বলা আছে, এই আইনে অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন আদালতের নিকট উপযুক্ত বলিয়া বিবেচিত হইলে বাল্যবিবাহের উদ্দ্যোগের সহিত জড়িত বিবাহ সম্পন্ন হয় নাই এইরুপ অভিযুক্ত যেকোন ব্যক্তি, বিধি দ্বারা নির্ধারিত ফরমে,যদি এই মর্মে মুচলেকা বা বন্ড প্রদান করেন যে,তিনি ভবিষ্যতে বাল্যবিবাহের সহিত সম্পৃক্ত হইবেন না এবং তাহার নিকটবর্তী এলাকার বাল্যবিবাহ বন্ধে উদ্দ্যোগী হইবেন তাহা হইলে মুচলেকা বা বন্ডের শর্তানুযায়ী তাহাকে তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ হইতে অব্যাহতি প্রদান করা যাইবে।

বাল্যবিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য সুরত বাউরী( রিয়া বাউরী’ র পিতা) অদ্য বৃহস্পতিবার সকালে কালাপুর ইউনিয়ন পরিষদ গিয়ে রিয়া বাউরী’ র বয়স সংশোধনের জন্য স্থানীয় কয়েকজন নিয়ে সচিব অরুন দত্ত দারস্থ হন।
কালাপুর ইউনিয়ন পরিষদের সচিব অরুন দত্ত বলেন সুরত বাউরী তার নিজ কন্যা রিয়া বাউরী’ র নামে নতুনভাবে জন্মনিবন্ধন এপ্লিকেশন করেছেন।

ভৈরব গন্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুল ইসলাম মোস্তফা বলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী স্মরণ সিং এর মাধ্যমে জানতে পারি আমার স্কুল পড়ুয়া একজন ছাত্রী রিয়া বাউরী’ র (১৫)বাল্যবিবাহ দিচ্ছে পিতা মাতা তারই তথ্যানুযায়ী রিয়া বাউরী নামে উপস্হিতি হাজিরা ও ভর্তি রেজিস্ট্রার খাতায় দেখি তার জন্ম তারিখ ০৭/০৪/২০০৮ খ্রিঃ যার বয়স হিসাবনুযায়ী দাঁড়ায় ১৪বছর ১১ মাস ০২ দিন চলতেছে। যা আসলেই তার বিবাহ যোগ্য নহে অর্থ্যাৎ বাল্যবিবাহ দিচ্ছে। আমি বাল্য বিবাহ প্রতিরোধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা পদক্ষেপ নিব।

উপজেলা প্রশাসন সহকারী ভূমি কমিশনার সন্দ্বীপ তালুকদার নেতৃত্বে রিয়া বাউরী’র, পিতা সুরত বাউরী’ র কাছ থেকে বাল্য বিবাহ নিরোধ আইনে আর কখনো বাল্যবিবাহ করাবে না বলে মুচলেকা বা বন্ড সাইন ৩(তিন) জন সাক্ষীসহ স্বাক্ষর গ্রহণ করেছেন।

বাল্যবিবাহ নিরোধে আরও উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফজলু রহমান ফজলু, বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি সাধন কর্মকার, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে টিলা বাবু হাসানুজ্জামান হাসান বাবু, কালাপুর ইউনিয়ন গ্রাম পুলিশ মিটু চন্দ্র কানু সহ এলাকার স্থানীয় যুবকগণ।