০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

ময়মনসিংহের তারাকান্দায় জমি দখল নিয়ে  দু’পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা

প্রতিনিধির নাম
ময়মনসিংহের  তারাকান্দা কামারিয়া ইউনিয়নে জমিদখল নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা। যে কোন সময় ঘটতে পারে প্রান হানির ঘটনাও। বিরোধপূর্ন জমি নিয়ে নিজ গ্রামে ও থানায় একাধিকবার দরবার সালিশ করা হয়েছে। এতে কোন সুরাহা না হওয়ায় ২ একর ৫ শতাংশ ভুমির মধ্যে বাড়ি-ভিটা ছাড়া বাকি জমি. পুকুর সহ পতিত রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নে মোজাহারদী গ্রামে আব্দুল গনি সরকারের ২ একর ৫ শতাংশ ভুমির সাবকাওলা দলিল, খাজনা খারিজ সহ প্রায় ৪০ বছর যাবৎ ভোগদখলে থাকা অবস্থায় গত দু’বছর আগে প্রতিপক্ষ সৈয়দুর রহমান গংরা দেশিয় অস্ত্রের মহরা দিয়ে বেদখল দেয়। এতে চরম ক্ষতিগ্রস্ত হতে চলছে ভুক্তভোগী আব্দুল গনির পরিবার। বেঁচে থাকার শেষ অবলম্বন ২ একর ৫ শতাংশ ভুমি পতিত রয়েছে। ভিটা বাড়ি ছাড়া চাষাবাদ করার মত নেই কোন আবাদি জমিও। তবে স্থানীয়রা বলছেন বিরোধপুর্ন জমি দীর্ঘদিন যাবৎ আব্দুল গনির দখলে ছিল।
বিরুধপূর্ন জমি নিয়ে প্রথমে স্থানীয় ভাবে দরবার সালিশের আয়োজন করা হয়। পরে মিমাংশা না হওয়া আব্দুল গনির পরিবারের লোকজন থানা পুলিশের দারাস্ত হন। প্রতিপক্ষ বিবাদীরা শক্তিশালী হওয়া সালিশ দরবারের সীদ্ধান্ত মানছেনা তারা। প্রতিবারই বিষয়টি সুরাহা না করেই সালিশ-দরবারস্থল ত্যাগ করে। তারা শক্তির মহরা দিয়ে জমি বেদখলে দিয়েছেন বলে জানান আব্দুল গনির ছেলে আব্দুল করিম ওরফে আঃ কাদির। তিনি আরো জানান, হত্যার ভয়ে বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছো না তার। গত কয়েকদিন আগেও বাড়িতে হামলা চালিয়ে মারধর করেন তার বৃদ্ধ বাবা-মাকে। বর্তমানে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে আদালতে পাল্টা-পাল্টি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ সৈয়দুর রহমান গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, বিআরএস ও এওয়াজ দলিলের সমস্যা বিদায় বিরোধর্পুন জমি তাদের বলে দাবী করেন তারা।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, আব্দুল গনির পরিবারের লোকজন অসহায় বিদায় প্রতিপক্ষের লোকজন ক’দিন পর পর বাড়িতে হামলা চালায়। বিরোধ পূর্ন জমি সুরাহা না করেই হালচাষ করে আবাদ করতে চায় তারা। এতে যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও জানান তারা । এলাকার মাতাব্বরগন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহীনির দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন সুধি মহল।
ট্যাগস :
আপডেট : ০৫:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
১০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় জমি দখল নিয়ে  দু’পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা

আপডেট : ০৫:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
ময়মনসিংহের  তারাকান্দা কামারিয়া ইউনিয়নে জমিদখল নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে টান টান উত্তেজনা। যে কোন সময় ঘটতে পারে প্রান হানির ঘটনাও। বিরোধপূর্ন জমি নিয়ে নিজ গ্রামে ও থানায় একাধিকবার দরবার সালিশ করা হয়েছে। এতে কোন সুরাহা না হওয়ায় ২ একর ৫ শতাংশ ভুমির মধ্যে বাড়ি-ভিটা ছাড়া বাকি জমি. পুকুর সহ পতিত রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নে মোজাহারদী গ্রামে আব্দুল গনি সরকারের ২ একর ৫ শতাংশ ভুমির সাবকাওলা দলিল, খাজনা খারিজ সহ প্রায় ৪০ বছর যাবৎ ভোগদখলে থাকা অবস্থায় গত দু’বছর আগে প্রতিপক্ষ সৈয়দুর রহমান গংরা দেশিয় অস্ত্রের মহরা দিয়ে বেদখল দেয়। এতে চরম ক্ষতিগ্রস্ত হতে চলছে ভুক্তভোগী আব্দুল গনির পরিবার। বেঁচে থাকার শেষ অবলম্বন ২ একর ৫ শতাংশ ভুমি পতিত রয়েছে। ভিটা বাড়ি ছাড়া চাষাবাদ করার মত নেই কোন আবাদি জমিও। তবে স্থানীয়রা বলছেন বিরোধপুর্ন জমি দীর্ঘদিন যাবৎ আব্দুল গনির দখলে ছিল।
বিরুধপূর্ন জমি নিয়ে প্রথমে স্থানীয় ভাবে দরবার সালিশের আয়োজন করা হয়। পরে মিমাংশা না হওয়া আব্দুল গনির পরিবারের লোকজন থানা পুলিশের দারাস্ত হন। প্রতিপক্ষ বিবাদীরা শক্তিশালী হওয়া সালিশ দরবারের সীদ্ধান্ত মানছেনা তারা। প্রতিবারই বিষয়টি সুরাহা না করেই সালিশ-দরবারস্থল ত্যাগ করে। তারা শক্তির মহরা দিয়ে জমি বেদখলে দিয়েছেন বলে জানান আব্দুল গনির ছেলে আব্দুল করিম ওরফে আঃ কাদির। তিনি আরো জানান, হত্যার ভয়ে বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছো না তার। গত কয়েকদিন আগেও বাড়িতে হামলা চালিয়ে মারধর করেন তার বৃদ্ধ বাবা-মাকে। বর্তমানে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে আদালতে পাল্টা-পাল্টি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ সৈয়দুর রহমান গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, বিআরএস ও এওয়াজ দলিলের সমস্যা বিদায় বিরোধর্পুন জমি তাদের বলে দাবী করেন তারা।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, আব্দুল গনির পরিবারের লোকজন অসহায় বিদায় প্রতিপক্ষের লোকজন ক’দিন পর পর বাড়িতে হামলা চালায়। বিরোধ পূর্ন জমি সুরাহা না করেই হালচাষ করে আবাদ করতে চায় তারা। এতে যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও জানান তারা । এলাকার মাতাব্বরগন জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহীনির দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন সুধি মহল।